জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দা কাঁপিয়ে এবার বড়পর্দায় নায়িকা রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস! বাংলা টেলিভিশনের ‘আলিয়া ভাট’ এবার জুটি বাঁধবেন কোন জনপ্রিয় টলিউড অভিনেতার সঙ্গে?

ছোটপর্দা দিয়েই বিনোদন জগতে পথচলা শুরু করেছিলেন তরুণ অভিনেত্রী ‘তিতিক্ষা দাস’ (Titiksha Das)। কেরিয়ারের শুরুতে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ের জগতে প্রবেশ করেন। অভিনয়ের প্রথম বড় সুযোগ আসে জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে, যেখানে মেঘ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। সেই থেকেই টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিতিক্ষা। সাবলীল অভিনয় তাঁকে দ্রুতই দর্শকদের প্রিয় করে তোলে।

এরপর দারুন অভিনয় করে নিজের অবস্থান আরও মজবুত করে তোলেন তিনি। সম্প্রতি শেষ হওয়া স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকে আঁখি চরিত্রে তাঁর অভিনয়ও দর্শকমনে দাগ কেটে যায়। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেগেটিভ রোলে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিতিক্ষা। শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ থাকেননি, তিনি কাজ করেছেন ওটিটিতেও। ‘গভীর জলের মাছ’ এবং ‘কাবেরী’-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজে তাঁকে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

আলিয়া ভাটের সঙ্গে নাকি মুখের আদল কিছুটা হলেও মেলে, তাই তিতিক্ষাকে অনেকেই ‘বাংলার আলিয়া ভাট’ বলে ডাকেন। শুধু তাই নয়, টলিপাড়ায় এখন গুঞ্জন উঠেছে যে এবার বড়পর্দাতেও অভিষেক ঘটতে চলেছে তাঁর! প্রসঙ্গত, পরিচালক রাহুল মুখোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘মন মানে না’-তে তিতিক্ষাকে একটি ক্যামিও চরিত্রে কাস্ট করেছেন। ছবিতে মূল ভূমিকায় থাকছেন ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তিতিক্ষা সেখানে ঋত্বিকের প্রেমিকার চরিত্রে ধরা দেবেন।

যদিও এটি একটি ক্যামিও রোল, তবুও এই ছবির হাত ধরেই প্রথমবারের মতো ছবিতে অভিনয় করতে চলেছেন তিতিক্ষা। উল্লেখ্য, ছবির গল্প আবর্তিত হয়েছে পাহাড়ি প্রেক্ষাপটে একটি কনভেন্ট স্কুলকে ঘিরে। এর মধ্যেই ফুটে উঠবে এক নিটোল ত্রিকোণ প্রেমের গল্প। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু এবং প্রীতি সরকার। ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার জয়ী মধুরা পালিত, আর কোরিওগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু।

মে-জুন মাস জুড়ে কলকাতা এবং দার্জিলিংয়ের মনোরম লোকেশন জুড়ে শুটিং চলেছে এই ছবির। সম্প্রতি কলকাতায় শেষ হয়েছে এর শেষ দফার শুটিং। তবে এখানেই শেষ নয়। টলিপাড়ার খবর বলছে, তিতিক্ষার হাতে আরও কয়েকটি ছবির প্রস্তাব এসেছে। যদিও এখনই তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আরও বড় খবর দিতে পারেন অভিনেত্রী। আপাতত ছোটপর্দা ও ওয়েব সিরিজে অভিজ্ঞতা সঞ্চয় করার পর, বড়পর্দায় তাঁর প্রথম পদক্ষেপ ঘিরে ভক্তরা যে প্রবল উৎসাহে অপেক্ষা করছেন তা বলাই বাহুল্য।

Piya Chanda