জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার শুটিং সেটে রাজকন্যা! মা শুভশ্রীর হাত ধরেই প্রথমবার পর্দার সামনে ইয়ালিনি! অভিনয়ের জগতে কি পা রাখছে একরত্তি? কী জানালেন অভিনেত্রী?

টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) এবং ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Subhashree Ganguly) -এর সন্তানেরা জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রে। রাজ-শুভশ্রীর কন্যা ‘ইয়ালিনি’কে (Yaalini) ঘিরে দর্শকের কৌতূহল একটু বেশিই চোখে পড়ার মতো। সম্প্রতি আবার সেই কৌতূহল নতুন করে উস্কে দিল এক ছোট্ট ঝলক। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং সেটে মায়ের সঙ্গে হাজির হয়েছিল ইয়ালিনি।

মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে, আর দর্শকের মনে তৈরি হয় নতুন প্রশ্ন— তাহলে কি এই বয়সেই অভিনয়ে পা রাখতে চলেছে ছোট্ট রাজকন্যা? ছবিতে দেখা গিয়েছে, শো-এর অন্যতম বিচারক যিশু সেনগুপ্তের কোলে আরাম করে বসে রয়েছে ইয়ালিনি। মন দিয়ে শুনছে তাঁর কথা, আর পাশেই বসে মা শুভশ্রী ব্যস্ত সেলফি তুলতে। এমন এক মুহূর্ত ভক্তদের কাছে স্বাভাবিক ভাবেই আবেগঘন হয়ে উঠেছে।

কারণ, তারা যেন একসঙ্গে দেখতে পাচ্ছে দুই প্রজন্মের তারকার মিষ্টি সংযোগ। তবে এই জল্পনার আবহে পরিবারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, অভিনয় বা শুটিং নয়, সেদিন আসলে ভিন্ন পরিস্থিতিই ছোট্ট ইয়ালিনিকে টেনে এনেছিল স্টুডিওতে। শুভশ্রীর আপ্তসহায়ক রাজদীপ ঘোষ জানিয়েছেন, সে দিন মাকে ছেড়ে একেবারেই থাকতে চাইছিল না ইয়ালিনি। তাই মায়ের সঙ্গে শুটিং সেটে আসে সে।

সেখানে পৌঁছেই তার মন ভাল হয়ে যায়। কখনও যিশুর কোলে, কখনও আবার বাকি খুদে সঞ্চালকদের সঙ্গে মেতে ওঠে খেলায়। ইয়ালিনির স্বভাব নিয়েও জানিয়েছেন রাজদীপ। তাঁর কথায়, বয়স মাত্র দেড় বছর হলেও সে একেবারেই মিশুক প্রকৃতির। নতুন পরিবেশ বা মানুষের সঙ্গে খুব সহজে মানিয়ে নেয়। সেটে উপস্থিত সবাইকে আপন করে নিয়েছিল ছোট্ট ইয়ালিনি। এক মুহূর্তের জন্যও কারও মনে হয়নি যে সে প্রথমবার এসেছে।

বরং আনন্দেই কাটিয়েছে সারাদিন। তবে, অভিনয়ে যোগদানের প্রসঙ্গ উঠতেই তাঁর প্রতিক্রিয়া একেবারেই পরিষ্কার। বাবা-মা কেউই এখনই এ বিষয়ে ভাবছেন না। দেড় বছরের একটি শিশুর কাছে ক্যামেরা বা আলো নিছকই খেলার বিষয়, পেশা নয়। যদিও এর আগে মা-সন্তানের ফটোশুটে ইয়ালিনির স্বচ্ছন্দ উপস্থিতি নজর কেড়েছিল অনেকের। তাই ভবিষ্যৎ নিয়ে দর্শকের কৌতূহল থাকবেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page