জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘রাখি বন্ধন’-এর ছোট্ট রাখি বড় হয়ে ফিরছে জি-বাংলায়, নায়িকা চরিত্রে এবার সেই ছোট্ট কৃত্তিকার দেখা মিলবে?

ছোটবেলায় সন্ধেবেলা টিভির সামনে বসে ভাই-বোনের খুনসুটিতে ভরা কোনও ধারাবাহিক দেখেননি, এমন মানুষ খুব কমই আছেন। স্কুলের হোমওয়ার্ক সেরে, হালকা করে খাওয়া-দাওয়া শেষ করে, পরিবারের সঙ্গে বসে সেই মিষ্টি সম্পর্কের গল্প দেখা এক সময়কার অভ্যেস ছিল প্রায় সব ঘরেই। সেই ধারাবাহিকের গল্পের চরিত্ররা যেন আমাদেরই পরিবারের অংশ হয়ে উঠত। তারা বড় হলে আমরাও যেন একটু একটু করে বড় হয়ে উঠতাম।

সেই সব ছোট্ট চরিত্রেরা আজ অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু তাদের ফেলে আসা সেই মিষ্টি স্মৃতিগুলো আজও মনে থেকে যায়। ‘রাখি বন্ধন’ সিরিয়ালের সেই ছোট্ট রাখি আর বন্ধনের কথা নিশ্চয়ই মনে আছে? যারা একসময় টিভির পর্দায় তাদের ভাই-বোনের সম্পর্ক দিয়ে মন ছুঁয়ে গিয়েছিল, তারা আজও মাঝে মাঝে ইউটিউবে খুঁজে দেখেন সেই পুরনো এপিসোডগুলো। ঠিক সেই দর্শকদের জন্যই এবার এলো এক বিরাট সুখবর।

অনেক বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন ‘রাখি বন্ধন’-এর সেই ছোট্ট রাখি ওরফে কৃত্তিকা চক্রবর্তী। তবে এবার আর শিশুশিল্পী নয়, বরং এক পূর্ণাঙ্গ চরিত্রে দর্শকদের সামনে আসছেন কৃত্তিকা। বহুদিন ধরেই তার অনুরাগীরা অপেক্ষা করছিলেন, কবে আবার ছোটপর্দায় ফিরে আসবেন তাদের প্রিয় তারকা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে জি-বাংলার হাত ধরে।

জি-বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক — ‘দাদামনি’। এই সিরিয়ালে এক সম্পূর্ণ নতুন কনসেপ্টে ফুটে উঠবে দাদার সঙ্গে চার বোনের সম্পর্কের গল্প। যেখানে বড় দাদার ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। এই দাদার জীবনে রয়েছে একাধিক দায়িত্ব, এবং সেই সব কিছুর মধ্যেও রয়েছে তার ছোট চার বোনের প্রতি ভরসা, ভালোবাসা ও দায়িত্ববোধ। ঠিক সেই চার বোনের একজন হিসেবেই পর্দায় ধরা দেবেন কৃত্তিকা।

ইতিমধ্যেই ‘দাদামনি’ ধারাবাহিকের ঘোষণা এবং কাস্টিং লিস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ‘রাখি বন্ধন’ অনুরাগীরা। বিশেষ করে কৃত্তিকা চক্রবর্তীর প্রত্যাবর্তন দেখে খুশির হাওয়া বইছে নেটপাড়ায়। ছোটপর্দার দর্শকদের জন্য এটা নিঃসন্দেহে এক বড় চমক। ভাই-বোনের সম্পর্কের এই নতুন কাহিনি, সেই পুরনো আবেগকে আবার ফিরিয়ে আনবে বলেই আশা। কবে এই ধারাবাহিক সম্প্রচার শুরু হবে, তা এখনো ঘোষণা হয়নি, তবে ট্রেলার প্রকাশ্যে এলে দর্শকের উত্তেজনা যে আরও চরমে উঠবে, তা বলাই বাহুল্য।

Piya Chanda