বাংলা টেলিভিশনে (Bengali Television) যেন এখন ধারাবাহিকের রদবদলের হাওয়া। জনপ্রিয় দুই চ্যানেল প্রতিনিয়ত নতুন গল্প, নতুন মুখ নিয়ে হাজির হচ্ছে দর্শকদের মন জয় করতে, প্রতিযোগিতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এক চ্যানেলের নতুন ধারাবাহিক আসছে দেখেই আরেক চ্যানেল যেন পাল্টা একই ধারাবাহিক ভিন্ন মোড়কে আনছে। ফলে দুঃখের কথা এটাই, এই নতুনের ঢেউয়ে হারিয়ে যাচ্ছে বহু পুরনো এবং একসময়ে জনপ্রিয় ধারাবাহিক।
ঠিক বাকিদের মতন, জি-বাংলা(Zee Bangla) বর্তমানে দর্শকদের জন্য একের পর এক নতুন ধারাবাহিক আনার পরিকল্পনা করছে। এই তালিকায় রয়েছে পারিবারিক, রোমান্টিক থেকে শুরু করে ইতিহাসের উপর তৈরি একাধিক গল্প, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘রানী ভবনী’র পোস্টার। কিন্তু এই নতুনদের জায়গা দিতে গিয়ে ঝুঁকছে পুরনোদের কাঁধে। অর্থাৎ যেসব ধারাবাহিক একসময়ে ভালো টিআরপি দিত, তারাও এবার জনপ্রিয়তার অভাবে বন্ধের মুখে।
তবে চ্যানেলের এই সিদ্ধান্তে এবং ধারাবাহিকের রদবদল নিয়ে দর্শকমহলে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই তৈরি হয়েছে হতাশাও। অনেকেই সমাজ মাধ্যমে নিজেদের প্রিয় ধারাবাহিকের হঠাৎ বন্ধ হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করছেন। যদিও চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য—’নতুন গল্প না আনলে দর্শকদের মন রক্ষা করা যায় না। আর সেই কারণেই কখনও টিআরপির খাতিরে, কখনও গল্প শেষের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়।’
জি বাংলায় যেসব ধারাবাহিক বন্ধ হতে চলেছে, সেই তালিকায় প্রথম নাম এসেছে ‘মিঠিঝোরা’র। এই ধারাবাহিকের গল্প আর দর্শকদের ধরে রাখতে পারছেনা বলেই চ্যানেলের দাবি। কিন্তু এখানেই শেষ নয়! আরও দুটি ধারাবাহিক নাকি রয়েছে একই তালিকায়। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকেরও গল্প শীঘ্রই শেষ হতে চলেছে বলে খবর। পাশাপাশি, আদৃত রায় অভিনীত ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায়, টিআরপি তো নেই বললেই চলে।
আরও পড়ুনঃ ‘রাখি বন্ধন’-এর ছোট্ট রাখি বড় হয়ে ফিরছে জি-বাংলায়, নায়িকা চরিত্রে এবার সেই ছোট্ট কৃত্তিকার দেখা মিলবে?
চ্যানেলের পক্ষ থেকে এটিকেও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই শোনা যাচ্ছে। এই পরিবর্তনের ফলে নিয়মিত দর্শকদের অভ্যাসে বড়সড় ধাক্কা লাগতে চলেছে নিঃসন্দেহে। প্রিয় ধারাবাহিক হঠাৎ বন্ধ হওয়ার খবর যেমন দুঃখ দেয়, তেমনই নতুন গল্পের প্রতিও কৌতূহল থাকে তুঙ্গে। এখন দেখার যে চ্যানেলের এই নতুন কৌশল কতটা সফল হয় টিআরপি যুদ্ধে।