জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Anurager Chhowa: কাউকে কিছু না বলে সোনা রুপাকে নিয়ে অর্জুনের সঙ্গে পালিয়ে গেল দীপা! ফাঁস দারুণ পর্ব

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। পাশাপাশি সিরিয়ালের মাধ্যমে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে ছোটপর্দায় তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের।

এই মুহূর্তে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। সূর্য, দীপা ও মিশকার ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। টিআরপি তালিকায়ও বরাবরই প্রথম পাঁচে থাকে। প্রতি এপিসোডেই ধারাবাহিকের গল্পে থাকে নতুন নতুন টুইস্ট। এই মুহূর্তে, আবার ধারবাহিকের গল্পে অনুপ্রবেশ ঘটেছে নতুন চরিত্রের। সহজ কথায় যাকে বলে, গল্প একেবারে জমে ক্ষীর।

গল্পে এসেছে নতুন চরিত্র অর্জুন। দীপার ছোটবেলার অর্জুনদা। বরাবরই দীপাকে মনে মনে ভালবাসে অর্জুন। এদিকে, দীপার সঙ্গে সম্পর্ক ভেঙেছে সূর্যের। মিশকার ষড়যন্ত্রে ডিভোর্স হয়েছে দুজনের। আর এখনই অর্জুনের অনুপ্রবেশ। সূর্যের স্বার্থপরতা দেখে দীপা সিদ্ধান্ত নিয়েছে। সে এখন থেকে শুধু নিজের কথা ভাববে। তাই সোনা-রুপার জন্মদিনে সবার সামনে অর্জুনের হাত ধরেছে সে।

রুপা সোনাকে এসে বলে হিংসেকুটি (সোনা) বাবার (সূর্য) সঙ্গে চলে গিয়েছে। এই শুনেই দীপা তাঁর শ্বশুরবাড়ি আসে সোনাকে খুঁজতে। সোনাকে সে জিজ্ঞেস করে সে কী তাঁর বাবার সঙ্গে থাকতে চায়? সোনা বলে, হ্যাঁ। সে তাঁর বাবা, ঠাম্মিকে খুব মিস করছে। দীপা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে যেতে চায় না।

কিন্তু সে জানে যে বাড়িতে মিশকা আছে সেই বাড়িতে তাঁর মেয়েরা ভাল থাকবে না। তাই সে লাবণ্য দেবীকে বলে, আপনি আমায় আশ্বস্ত করুন। সোনার যেন কোনো ক্ষতি না হয়। এই বলে সে সূর্যের বাড়ি থেকে আসার সময় জিজ্ঞেস করে সে কেন সোনা-রুপার জন্মদিনের গেট ভেঙে এসেছে? প্রথমে স্বীকার করতে না চাইলেও, পরে স্বীকার করে সোনা – রূপাকে ফিরিয়ে আনতেই সে এমনটা করেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page