জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘লালনের সাথে কিন্তু অবিচার করা হচ্ছে!’, ফুলঝুরির বাড়ির সবাই লালনের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করছে বিনা কারণে, দেখে ক্ষিপ্ত নেটিজেনর

বর্তমানে যে সিরিয়ালটি স্টার জলসায় সবচেয়ে বড় চমক দিচ্ছে সেটি হল ধূলোকণা।গত নয় মাসে সিরিয়ালটি এমন কিছু করতে পারেনি যদিও প্রথম দশের তালিকায় অবশ্যই ছিল। কিন্তু কিছুদিন আগেই পরপর দুই সপ্তাহের জন্য টিআরপি রেটিং চার্টে শীর্ষস্থানে থেকেছিল এই সিরিয়াল।

স্বাভাবিকভাবে যখন চড়ুইয়ের সঙ্গে লালনের বিয়েটা অন্যায় ভাবে হয় সেই সপ্তাহে যে টিআরপি প্রচুর পাবে সিরিয়াল সে কথা বলাই বাহুল্য। পরবর্তীকালে চড়ুই বস্তিতে তার শ্বশুর বাড়ি যায় এবং সেখানে গিয়ে তার বড়লোকি ন্যাকামো শুরু করলে লালন তাকে আচ্ছা ভাবে সবক শিখিয়ে দেয়। এর মাঝেই চলতে থাকে ফুলঝুরির ন্যাকামো। যেটা ফুলঝুরির বাবা বুলেট একদম পছন্দ করছিল না। লালন না খেলে ফুলঝুরিও খাচ্ছিল না।

তবে আমরা একটা ব্যাপার বারবার দেখছি যে ফুলঝুরির পরিবার লালনের বৌভাতে এসে এবং তারপরে উঠতে-বসতে কথায় কথায় লালনকে অপমান করে যাচ্ছে। তাকে ড্রাইভার ড্রাইভার বলে অপমান করছে। আসলে ফুলঝুরির সঙ্গে লালনের বিয়ে হয়নি তার দোষটা চাপানো হচ্ছে লালনের ঘাড়ে। এতে লালনের কী দোষ সেটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না নেটিজেনরা।

তাই সিরিয়ালের কোন রকম দৃশ্য স্টার জলসার পেজ থেকে দিলেই নেটিজেনরা বলছেন যে, লালনের উপর এরকম ভাবে অত্যাচার করার তো কোনো মানে হয় না। লালন তো জেনে বুঝে চড়ুইকে বিয়ে করেনি। লালন ফুলঝুরি কে ঠকায় নি বরং ফুলঝুরি লালনকে বিয়ে না করে লালন কে ঠকিয়েছে। তাই বাড়ির লোকের এভাবে লালনের উপর দোষারোপ করার কোন মানেই হয়না।

Piya Chanda

                 

You cannot copy content of this page