জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বলে দে বলে দে’, রিকি দ্য রকস্টার এর বিখ্যাত গান এবার চলে এলো সকলের জন্য! জি বাংলার দেওয়া ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সুখে-দুখে মিষ্টিমুখে মিঠাই। সিরিয়ালটা যে দর্শকদের উপর কী জাদু করেছে জানা নেই। দেড় বছর ধরে মানুষকে একদম আঠার মত আটকে রেখেছে এই সিরিয়াল। টানা 48 সপ্তাহ টপার ছিল। তাই মিঠাইয়ের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলায় উচিত নয় এরকমটাই বলছেন মিঠাই ভক্তরা।

আদ্যোপান্ত পারিবারিক সিরিয়াল হলেও মিঠাইয়ে গানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একমাত্র এই সিরিয়ালেই নির্মাতারা বেশ কিছু ইউনিক গান দিয়েছেন। সুখে-দুখে মিষ্টিমুখে মিঠাই, সে যে ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, গিলি গিলি আক্কা। এছাড়াও সম্প্রতি যে গানটা ভীষণ ফেমাস হয়েছে সেটা হল বলে দে বলে দে।

এই গানটা আমরা রিকি দ্য রকস্টার এর গলায় শুনেছি, এই গানটা গেয়েই নাকি সে ভাইরাল হয়েছে। আসলে গানটা গেয়েছেন মিঠাই এর মিউজিক ডিরেক্টর শুভম মিত্র।এই গানটাকে একদম অন্যভাবে সিরিয়ালে ব্যবহার করা হয়েছে আর প্রকাশ করার সঙ্গে সঙ্গেই এটা ভাইরাল হয়ে গেছে।

সৌ: জি বাংলা।

গানের কথাগুলো ভীষণ ইউনিক এবং সুরটাও ভীষণ সুন্দর।আজ কিছুক্ষণ আগেই জি বাংলার তরফ থেকে এই গানটি অফিশিয়াল ভাবে প্রকাশ করা হয়।একটি লিরিক্যাল ভিডিও দিয়ে প্রকাশ করা হয়েছে এই গানটি। মিঠাই তার নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছে এই ভিডিও। মুহূর্তের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page