জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Titir: অবশেষে লালন ফুলঝুরির মিল হয়ে গেল এবং পাশে দাঁড়িয়ে অবাক চোখে দেখছে তিতির! ‘লালে ফুলে মিলে গেল, বাদ গেল তিতির কুমারী’, হতাশ দর্শকরা

সম্প্রতি কালের একটি জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ধুলোকণা। প্রত্যেক সপ্তাহতেই এই ধারাবাহিকের নিত্য নতুন প্লট দেখতে পাচ্ছে দর্শক এবং যার জন্য টিআরপি তালিকাতে ও ভালো ফল করছে এই ধারাবাহিক। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিকের প্রথম থেকেই দর্শকমহলে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে।

সম্প্রতিতে ধারাবাহিক গুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যে টিআরপি তালিকায় যদি একটু পিছিয়ে পড়েছে তাহলেই সেখানে বিয়ের প্লট নিয়ে আসা হচ্ছে। আর তারপরে জনপ্রিয়তা বাড়ছে সেই ধারাবাহিকের এইভাবে এই ধারাবাহিকে ও লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় নায়ক লালনকে প্রায় তিনবার বিয়ের পিঁড়িতে বসিয়েছে। তবে শেষবার লালন কে দেখা গেছে ডাক্তারের মেয়ে তিতিরকে বিয়ে করতে।

প্রসঙ্গত সম্প্রীতি ধারাবাহিকে দেখা যাচ্ছে যে লালন তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে যার জন্য সে তার বাড়ির লোক সমেত ফুলঝুরিকেও চিনতে পারছে না। আবার উল্টোদিকে যে ডাক্তার তার প্রাণ বাঁচিয়েছে তার বাড়িতেই সে আশ্রয় পেয়েছে এবং ডাক্তারের বউ তাকে বিয়ে দিতে চায় তার মেয়ে তিতির সঙ্গে। আর সেই ভাবে সে বিয়ের পিঁড়িতে বসে তিতিরের সাথে।

উল্টোদিকে ডাক্তার এবং ফুলঝুরি প্রত্যেকই চাইছে যে যাতে লালনের স্মৃতিশক্তি ফিরে আসে কিন্তু বিয়ের মন্ডপে ও লালনের স্মৃতি ফেরেনা। তারপরে ধারাবাহিক কর্তৃপক্ষ একটু টুইস্টেনে দেখায় যে লালন তিথির কে সিঁদুর করাচ্ছে কোন সাধারণ সিঁদুর দিয়ে নয় এটি লাল লিপস্টিক দিয়ে। আর এই দৃশ্য দেখানোর পরেই সোশ্যাল মিডিয়াতে এই ধারাবাহিককে নিয়ে উঠেছিল ট্রলের বন্যা। নানা রকম কটাক্ষ ভেসে উঠেছিল এই ধারাবাহিককে নিয়ে।

এবার আসন্ন পর্বে দেখানো হবে যে লালন স্টেজে উঠে গান গাইতে গাইতে তার স্মৃতিশক্তি ফিরে আসে এবং সে ফুলঝুরিকে জড়িয়ে ধরে স্টেজেই কাঁদতে থাকে আর যা দেখে তিতির অবাক হয়ে যায়। সে হয়তো কখনোই ভাবেনি যে তাদের নাটকীয় বিয়ের পরেও লালন সবকিছু মনে করে ফেলবে।

আর এই ঝলক দেখার পরে দর্শকরা বেশ উৎসাহিত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তারা ধারাবাহিকের প্রশংসা করে নানা রকম কমেন্ট করছে। একজন লিখেছেন ‘আগে যারা বিরক্ত হয়েছিল এখন তারাই প্রশংসা করছে’। আবার কেউ লিখেছেন ‘সবই পিসির লেখার জাদু,ম্যাজিক মোমেন্টস-এর ম্যাজিক’।

Lalon Fuljhuri

Nira