জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Oops Moment: নাচতে গিয়ে বেরিয়ে গেলো অ”ন্তর্বাস! ধ্যান নেই নোরা ফাতেহির! মুহূর্তে ভিডিও ভাইরাল অভিনেত্রীর

সেলিব্রেটিদের উপস মোমেন্ট কোন নতুন বিষয় নয়। মাঝে মাঝেই তারা পোশাক নিয়ে নানারকম বিভ্রান্তিতে ফেঁসে যান। কখনো কাঁধ থেকে পোশাক খুলে যায় আবার কারুর ক্লিভেজ উন্মুক্ত হয়ে পড়ে হঠাৎ করে। মাঝে মাঝে তারা নিজেরাই হাত দিয়ে বা কোনভাবে পোশাক ঠিক করার চেষ্টা করেন। এ সমস্ত মুহূর্তগুলি ক্যামরাবন্দী হলে মুহূর্তের মধ্যে সেগুলি ভাইরাল হয়ে যায়।

এবার তেমনই এক মুহূর্তের শিকার হলেন অভিনেত্রী নোরা ফাতেহি। বলিউডে নায়িকার অভিনয়ের থেকেও তিনি বেশি প্রশংসিত নিজের নাচের দক্ষতার জন্য। বেলি ড্যান্সের মধ্যে দিয়ে তিনি যেভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন সেটা অনেক জনপ্রিয় নৃত্যশিল্পীদের টেক্কা দিতে পারে।

নায়িকার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি পার্কে গিয়েছেন নোরা ফাতেহি। ঘিরে লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং মাঝখানে নাচ করছেন তিনি। নোরা ফাতেহির কোমরের ঠুমকায় কুপোকাত দর্শকরা। চোখ সরিয়ে নেওয়া কঠিন ছিল তার নাচের থেকে। কিন্তু ঘটে গেল একটি অঘটন।

পার্কে নাচ করার সময় নোরা ফাতেহির পরনে ছিল একটি নীল রঙের ছোট পোশাক। স্টাইলিশ কাটিং করা ছিল এক পাশে। কিন্তু নাচের মধ্যে নোরা এতটাই ডুবে গিয়েছিলেন যে সেই পোশাক কখন উড়ে গিয়েছিল সেটা নিজেও বুঝতে পারেনি তিনি। ভেতর থেকে বেরিয়ে গেছিল তার অন্তর্বাস। এসব কিছু টের পাননি নায়িকা নিজে। তবে ভিডিওর মাঝে দেখা গেল হঠাৎ করেই তার জ্ঞান আসে এবং পোশাক ঠিক করে নেন। ঠিক এই কারণেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটি।

Nira

                 

You cannot copy content of this page