জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চিরসখা’য় মালবিকা সেনের দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শকরা, ‘বড় পর্দায় ওঁকে কাজে লাগানো হোক, উনি ছোট পর্দার অভিনেত্রী নন’, এমন প্রতিভাবান অভিনেত্রীকে বড়পর্দায় কবে দেখা যাবে- প্রশ্ন তুলছেন দর্শকরা!

বাংলা টেলিভিশনের দুনিয়ায় মালবিকা সেন এক পরিচিত নাম। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি তিনি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গেও যুক্ত। বিভিন্ন নৃত্যশৈলীতে পারদর্শী এই শিল্পী নিজের প্রতিভা দিয়ে বরাবরই আলাদা জায়গা তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনেও একাধিক ওঠা-নামার মধ্যে দিয়েও নতুন করে নিজেকে তৈরি করেছেন মালবিকা। সেই অভিজ্ঞতাই যেন তার শিল্পীসত্তাকে আরও গভীর করেছে।

আজকের দিনে বহু নতুন মুখ ছোটপর্দায় আসছে, তবে মালবিকা সেন নিজের পরিচয় তৈরি করেছেন অভিনয়ের স্বকীয়তার জোরেই। ক্যারিয়ারের শুরুর সময় থেকে তিনি টেলিভিশনের জনপ্রিয় মুখ। ভক্তদের কাছে মালবিকা কেবল অভিনেত্রী নন, অনেকে তাকে অনুপ্রেরণা হিসেবেও দেখেন। ব্যক্তিগত জীবনের বেদনা তিনি কখনও আড়াল করেননি। বরং সেই বেদনা থেকেই উঠে এসেছে তার শিল্পচর্চার পরিপক্কতা।

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’–য় অভিনয় করছেন মালবিকা। অনন্যার চরিত্রে তাকে দেখে দর্শকরা বারবার মুগ্ধ হচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক আবেগঘন দৃশ্যে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। অনেকে লিখেছেন, “মালবিকার চোখের অভিব্যক্তি এত বাস্তব মনে হয়েছে যে মনে হচ্ছিল নিজের জীবনেরই ব্যথা তিনি পর্দায় বাঁচিয়ে তুলছেন।” দর্শকের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, চরিত্রের ভেতরে ডুবে যাওয়ার ক্ষমতা মালবিকা সেনকে বাকিদের থেকে আলাদা করেছে।

এখন প্রশ্ন উঠছে, এমন প্রতিভাবান অভিনেত্রীকে কেন বড় পরিচালকরা এখনও সিনেমার মূল চরিত্রে ভাবেননি? সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, “এই অভিনয় যদি বড় পর্দায় হত, তবে মালবিকা সেন হয়তো আরও বড় স্বীকৃতি পেতেন।” দর্শকদের একাংশের দাবি, তার অভিনয়ের দক্ষতা যেভাবে ছোটপর্দায় ফুটে উঠছে, তাতে বড় পর্দায় তিনি সহজেই নিজেকে প্রমাণ করতে পারবেন।

মালবিকা সেনের মতো শিল্পীকে টেলিভিশনের গণ্ডিতে আটকে রাখা যায় না। তার অভিনয় যে মানের, তাতে সিনেমার পর্দাতেও দর্শক সমানভাবে মুগ্ধ হবেন—এমনটাই মনে করছেন অনেকেই। তবে আপাতত তিনি টেলিভিশনের দর্শকদের মন জয় করেই চলেছেন। আর সেই মুগ্ধতা থেকেই প্রশ্ন উঠছে কবে বড় পরিচালকরা নজর দেবেন এই প্রতিভাবান অভিনেত্রীর দিকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page