জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিতিপ্রিয়ার বিপরীতে দর্শকের প্রিয় আর্য হতে যাচ্ছিলেন অন্য কেউ! ‘চিরদিনই তুমি যে আমার’-এ আর্য চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল এই জনপ্রিয় অভিনেতাকে! পরে কীভাবে সুযোগ পান জীতু?

জি বাংলার পর্দায় বর্তমানে যেই ধারাবাহিকটি সবচেয়ে বেশি আলোচিত, সেটি নিঃসন্দেহে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। শুরু থেকেই গল্পের নতুনত্ব, চরিত্রগুলির আবেগ এবং বিশেষ করে মূল নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েন দর্শকদের মন কেড়েছে। আর্য ও অপর্ণার রসায়ন ঘিরে যেমন আলোচনা জমে উঠেছে, তেমনি তাদের অভিনয়ও ক্রমশ দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

অপর্ণার ভূমিকায় দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি পর্দায় কতটা স্বতঃস্ফূর্ত। অন্যদিকে, আর্য সিংহ রায় চরিত্রে জীতু কামাল (Jeetu Kamal) অভিনয় করছেন একেবারে নিখুঁত। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরণ এবং চরিত্রের প্রতি ভালোবাসা দর্শকের মনে আলাদা জায়গা করে নিচ্ছে। সমাজ মাধ্যমে একাধিক ফ্যান পেজে জীতুর অভিনয়ের প্রশংসায় ভরে উঠেছে।

তবে জানলে অবাক হবেন, প্রথমদিকে এই চরিত্রের জন্য নির্মাতাদের ভাবনায় ছিলেন অন্য একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা! দিতিপ্রিয়ার বিপরীতে শুরুতে নির্বাচিত হয়েছিলেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের নায়ক, অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar)। পরিকল্পনা অনুযায়ী তিনিই ছিলেন আর্য চরিত্রের প্রথম পছন্দ। দর্শকরা আজ যে জুটিকে পছন্দ করছেন, তার জায়গায় রাহুল ও দিতিপ্রিয়ার জুটি আসতে পারত।

কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। টেলিপাড়ার অন্দরের খবর, রাহুল নিজেই কোনও এক বিশেষ কারণে এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। এরপরেই পরিচালক ও নির্মাতাদের নজরে পড়েন জীতু কামাল। একে একপ্রকার ভাগ্যের খেলাই বলা যায়, রাহুল না করায় সেই জায়গা পূর্ণ করেন জীতু, আর সেই পরিবর্তনই ধারাবাহিকের আজকের জনপ্রিয়তায় মূল কারণ।

আরও পড়ুনঃ ছোটপর্দার রানী এবার বড়পর্দায়! রাজ চক্রবর্তীর ছবিতে ডেবিউ করছেন অভিকা মালাকার, কোন সিনেমায় কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

আজকের দিনে দাঁড়িয়ে ফিরে তাকালে স্পষ্ট যে, দর্শকরা জীতু কামাল ছাড়া আর্য চরিত্র ভাবতেই পারছেন না। তার অভিনয় ধারাবাহিককে যে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে, তা এককথায় অস্বীকার করা যায় না। রাহুল মজুমদারের নাম প্রথমদিকে বিবেচনায় থাকলেও, শেষ পর্যন্ত জীতু-দিতিপ্রিয়া জুটি যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে, সেটিই এই ধারাবাহিকের সবচেয়ে বড় সাফল্য।

Piya Chanda