জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দার রানী এবার বড়পর্দায়! রাজ চক্রবর্তীর ছবিতে ডেবিউ করছেন অভিকা মালাকার, কোন সিনেমায় কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

টেলিভিশনের পর্দায় একটা সময় ঝড় তুলেছিলেন তিনি। ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন খুব অল্প সময়েই। দর্শকরা তাঁকে চিনেছিলেন এক অনন্য চরিত্রের মাধ্যমে, যে চরিত্র আজও অনেকের মনে গেঁথে আছে। তবে দীর্ঘদিন তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। মাঝেমধ্যে বিশেষ উপস্থিতি ছাড়া তিনি যেন আড়ালে চলে গিয়েছিলেন।

দর্শকের কাছে অভিকা মালাকার মানেই ‘তোমাদের রানী’। ধারাবাহিকটির হাত ধরেই তিনি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। রানীর চরিত্রে তাঁর অভিনয় দর্শককে এতটাই মুগ্ধ করেছিল যে, সিরিয়াল শেষ হওয়ার পরও তাঁকে সেই নামেই ডাকতে শুরু করেছিলেন অনেকে। তবে জনপ্রিয়তা সত্ত্বেও ধারাবাহিকটির পর ছোটপর্দায় তাঁকে খুব একটা দেখা যায়নি। শুধুমাত্র বিশেষ পর্ব বা অতিথি চরিত্রেই সীমাবদ্ধ থেকেছেন তিনি।

এরপর কিছুদিনের জন্য মুম্বই পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ পান। উল্লেখযোগ্যভাবে, ‘তোমাদের রানী’-র রিমেক ভার্সনে অভিকাই ছিলেন মুখ্য চরিত্রে। ধারাবাহিকটি শেষ হতেই তিনি আবার ফিরে আসেন নিজের শহর কলকাতায়। সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে তাঁকে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। যদিও সেটিও ছিল ক্ষণস্থায়ী উপস্থিতি।

কিন্তু এবার অভিকা আর সীমাবদ্ধ থাকছেন না ছোটপর্দায়। দীর্ঘ অপেক্ষার পর তিনি পা রাখছেন বড়পর্দায়। আর সেই যাত্রা হতে চলেছে বর্তমান সময়ের অন্যতম সফল পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে। শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবিতেই বড়পর্দায় ডেবিউ করবেন অভিকা। যদিও এখনই স্পষ্ট হয়নি তিনি মুখ্য চরিত্রে থাকবেন, নাকি গুরুত্বপূর্ণ অন্য কোনও চরিত্রে অভিনয় করবেন।

ছবির নাম ইতিমধ্যেই আলোচনায় ‘হোক কলরব’। ছাত্র আন্দোলনের পটভূমিতে তৈরি হতে চলা এই ছবিতে একঝাঁক জনপ্রিয় তারকা থাকবেন। সেই তালিকায় এবার যোগ হচ্ছে ‘রানী’ খ্যাত অভিকা মালাকারের নামও। ছোটপর্দা থেকে বড়পর্দায় তাঁর এই যাত্রা নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বড় চমক। এখন দেখার, রাজ চক্রবর্তীর ছবিতে তিনি কোন ভূমিকায় দর্শকের মন জয় করেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page