Connect with us

    Bangla Serial

    Icche Putul: মেঘকে কম্পিটিশনে হারাতে শয়তান ময়ূরীর নতুন চাল! গান করার আগেই নিজের সুর হারাল মেঘ! টিভির আগেই ফাঁস

    Published

    on

    Iccheputul, zeebangla

    বর্তমানে ধারাবাহিক যেদিকে এগোচ্ছে, অনেকেরই মনে হচ্ছে হয়তো গল্পে আসতে চলেছে নতুন কোনও অধ্যায়। ‘ইচ্ছে পুতুল’এ (Icche Putul) মেঘ (Megh) নীলের (Neel) জীবনে আসবে নতুন কোনও ট্যুইস্ট। সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে নতুন মুখ, মেঘের জীবনে সেই আগন্তুকের কতটা প্রভাব ফেলবে, তাই এবার দেখার। উল্লেখ্য, ময়ূরীর (Mayuri) চালাকিতে ফের মিথ্যা অপবাদে মেঘকে আবার শ্বশুরবাড়িতে অপমানিত হতে হয়। গিনির (Gini) বয়ফ্রেন্ড রূপের সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে বদনাম করে ময়ূরী।

    গিনিকে বাঁচাতে গিয়ে মেঘ শ্বশুরবাড়িতে সকলের কাছে খারাপ হয়েছে। বারংবার অপমানিত হওয়ার পর মেঘ আবার নিজের জীবনকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে নীলকে ডিভোর্স দিতে রাজি হয়। নীলের কাছে বারংবার অপমানিত হয়ে মেঘ নিজেই নীলকে ডিভোর্সের পেপার পাঠায়। মেঘ তার বাবাকে নিশ্চিতভাবে জানিয়ে দেয় যে সে আর নীলের সঙ্গে সংসার করবে না।

    দেখা যায়, ময়ূরী তার মায়ের কাছে নিজের শরীর খারাপের নাটক করে। মায়ের মুখে দিদির শরীর খারাপের কথা শুনে মেঘ ময়ূরীর সঙ্গে দেখা করতে গেলে সে দেখতে পায় ময়ূরী রূপের সাথে কথা বলছে। মেঘ আড়াল থেকে ময়ূরীর সব কথা শুনে ফেলে। মেঘের উপর প্রতিশোধ নেওয়াতে রূপের সাথ দিয়েছে ময়ূরীই। সেসব কথা শুনে মেঘ দিদির উপর চড়াও হয়। ময়ূরী ও রূপের কল রেকর্ড মা-বাবার সামনে আনে মেঘ। ময়ূরী যে মেঘের ক্ষতি করতে চেয়েছে, তা সকলে সামনে স্পষ্ট হয়। নীলকেও সমস্ত সত্যি কথা বলে দেয় ময়ূরী।

    tollytales whatsapp channel

    ইতিমধ্যে আমরা দেখেছি, মেঘ তার এক নতুন বন্ধু পেয়েছে, যে হল মেঘের গানের গুরুজীর ছাত্র জিষ্ণু। মেঘের সঙ্গে জিষ্ণুর নাম জড়িয়ে ময়ূরী আগেই মেঘকে অপমানিত করার চেষ্টা করে। নীলের মনে সন্দেহ ঢোকানোর চেষ্টা করে। ময়ূরীর কথায় জিষ্ণুকেই মেঘের নতুন বয়ফ্রেন্ড ভাবতে বসেছে। ময়ূরীর আসল রূপ প্রমান সহ মেঘ তার মায়ের সামনে আনলেও, হাসপাতালে জ্ঞান ফেরার পর ময়ূরীর কথায় আবার মেঘকেই অবিশ্বাস করল মধুমিতা।

    ময়ূরী মাকে জানায়, এসকল মেঘের চক্রান্ত ছিল। মেঘ রক্ত দেবে না, এমন ভয় দেখিয়ে ইচ্ছা করে রূপকে এসকল কথা বলা করায়। ময়ূরীর কথা মধুমিতা বিশ্বাসও করে ও মেঘকে আবার খারাপ খারাপ কথা শোনায়। এমনকি ময়ূরী প্ররোচনায় মধুমিতা মেঘকে বাড়ি থেকে বের করে দিতেও পিছপা হয় না। সামনে মেঘের কম্পিটিশন, এবার প্রতিশোধ নিতে মেঘের গলা খারাপ করার চেষ্টা করল ময়ূরী। মেঘ কাশতে থাকে, কিন্তু হাতের সামনে ঔষধ পায় না। আর লুকিয়ে লুকিয়ে মেঘের সেই অবস্থা দেখে মজা পায় ময়ূরী। সে মেঘের কম্পিটিশান বানচাল করার জন্যই এই ফন্দি এঁটেছে। তবে কি ময়ূরীর প্ল্যান আবারও সফল হবে?