বর্তমানে ধারাবাহিক যেদিকে এগোচ্ছে, অনেকেরই মনে হচ্ছে হয়তো গল্পে আসতে চলেছে নতুন কোনও অধ্যায়। ‘ইচ্ছে পুতুল’এ (Icche Putul) মেঘ (Megh) ও নীলের (Neel) জীবনে আসবে নতুন কোনও ট্যুইস্ট। সম্প্রতি ধারাবাহিকের ধামাকাদার পর্বে মেঘ সকলের সামনে নিজেকে সঠিক প্রমাণিত করেছে। ময়ূরীর সঙ্গে হওয়া রূপের সকল ফোন রেকর্ড বাবা ও মেক শুনিয়ে ময়ূরীকে বাধ্য করল নীলের সামনে সকল সত্যি কথা বলে দিতে। পাশাপাশি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে নতুন মুখ, মেঘের জীবনে সেই আগন্তুকের কতটা প্রভাব ফেলবে, তাই এবার দেখার।
উল্লেখ্য, ময়ূরীর (Mayuri) চালাকিতে ফের মিথ্যা অপবাদে মেঘকে আবার শ্বশুরবাড়িতে অপমানিত হতে হয়। গিনির (Gini) বয়ফ্রেন্ড রূপের সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে বদনাম করে ময়ূরী। গিনিকে বাঁচাতে গিয়ে মেঘ শ্বশুরবাড়িতে সকলের কাছে খারাপ হয়েছে। বারংবার অপমানিত হওয়ার পর মেঘ আবার নিজের জীবনকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে নীলকে ডিভোর্স দিতে রাজি হয়। ময়ূরী বারংবার মেঘের সম্পর্কে খারাপ খারাপ কথা বলে নীল ও মেঘের সম্পর্ককে খারাপ করার চেষ্টা করেছে।
নীলের কাছে বারংবার অপমানিত হয়ে মেঘ নিজেই নীলকে ডিভোর্সের পেপার পাঠায়। মেঘ তার বাবাকে নিশ্চিতভাবে জানিয়ে দেয় যে সে আর নীলের সঙ্গে সংসার করবে না। পড়াশোনা ও গান নিয়েই সে থাকতে চায়। তবে নীলের ঠাম্মি সব আন্দাজ করতে পারে। ঠাম্মি বুঝতে পারে খুব শীঘ্রই গাঙ্গুলি বাড়িতে বিপদ আসতে চলেছে। এরমাঝেই ময়ূরী তার মায়ের কাছে নিজের শরীর খারাপের নাটক করে। মায়ের মুখে দিদির শরীর খারাপের কথা শুনে মেঘ ময়ূরীর সঙ্গে দেখা করতে গেলে সে দেখতে পায় ময়ূরী রূপের সাথে কথা বলছে।
মেঘ আড়াল থেকে ময়ূরীর সব কথা শুনে ফেলে। সে সব কথা শুনে মেঘ ময়ূরীকে বলে সব সত্যি কথা গিনি ও নীলকে জানিয়ে দিতে। গিনির জীবন এভাবে শেষ না করতে। এবার মেঘ দিদির উপর চড়াও হয়। যখন ময়ূরীর সত্যি সত্যি রক্তের প্রয়োজন হয়, তখন মেঘ সকলের সামনে সত্যিটা আনে এবং ময়ূরী নিজের মুখে তা স্বীকার করে। নীল সব সত্যি জেনে সেখান থেকে চলে যায়। তারপর ময়ূরীকে মেঘ প্রতিবারের মতো রক্ত দেয়। হাসপাতালে নীল মেঘের সঙ্গে দেখা করতে এলে মেঘ জানিয়ে দেয় নীলকে, সে যেন ডিভোর্স পেপারে সাইন করে দেয়।
নীল মেঘকে আবার ফিরে আসতে বললেও মেঘ তা আর করবে না বলেই জানায়। ইতিমধ্যে আমরা দেখেছি, মেঘ তার এক নতুন বন্ধু পেয়েছে, যে হল মেঘের গানের গুরুজীর ছাত্র জিষ্ণু। সম্প্রতি একটি নতুন প্রোমোতে আমরা দেখেছি, নীল ময়ূরীকে বিয়ে করতে রাজি হবে ও মেঘকে ডিভোর্স দিয়ে দেবে। তবে কি এবার সত্যি মেঘ ও নীলের পথ হবে আলাদা? তবে কি আবার নতুন কোনও মোড় নিতে চলেছে মেঘের জীবন? আসছে ‘ইচ্ছে পুতুল’এর ধামাকাদার পর্ব।