জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খড়ির মুখে হিন্দি গান, বাংলা সিরিয়ালে মেহেন্দি কেন? গাঁটছড়ার মেহেন্দি ভিডিও হলো তুমুল ট্রোলড

স্টার জলসায় এই মুহূর্তে জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে ধারাবাহিক গাঁটছড়া। ধারাবাহিকের মুখ্য চরিত্রগুলি ছাড়াও পার্শ্ব চরিত্রগুলিকেও গল্পের মধ্যে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে খুব সহজেই তা দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের।

টিআরপিতে এই ধারাবাহিকের বরাবর ভালো ফল। অন্যদিকে প্রায় সব সময় থাকে নতুন কিছু না কিছু চমক। সেই সঙ্গে নিয়মিতভাবে ধারাবাহিকের আগামী পর্বের ভিডিও বা প্রোমো সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষ আগে থেকেই শেয়ার করে দেয়। হলে দর্শকরা উত্তেজনা নিয়ে অপেক্ষা করে কখন আসবে নতুন পর্ব।

কিন্তু এবার একটি নতুন পর্ব কটাক্ষের শিকার হলো। এই পর্বটি কুণালের আইবুড়ো ভাতকে কেন্দ্র করে। দেখা গেলো তার আইবুড়ো ভাতের দিন বনিকে আনবার জন্য বাড়ি থেকে বেরোতেই প্রসূনের পাঠানো গুন্ডার হাতে ধরা পড়ে যায় বনি এবং কুণাল। গুন্ডাদের মধ্য থেকে একজন কুণালকে মারতে গেলে বনি বাঁচিয়ে তোলে তাকে।

এদিকে কুণালের বিয়ের তোড়জোড় চলছে আর অন্যদিকে বনির প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে সে। যাই হোক, এরপর দেখা যায় আইবুড়ো ভাত ঠিকমতো সম্পন্ন হয়নি। এদিকে বনি পায়েস খেতে ভালোবাসে বলে কুণাল নিজের ভাগের পায়েসটি তাকে খাইয়ে দেয়। কিন্তু আইবুড়ো ভাত করব না হলেও মেহেন্দি পর্ব ধুমধাম করে আয়োজিত হলো।

আর সোশ্যাল মিডিয়ায় ঠিক এই পর্বকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কেনো? কারণ এই পর্বে বাংলা সিরিয়াল হয়েও হিন্দি গান দেখানো হয়েছে। তাও আবার খড়ি নিজে গাইছে সেই গান।

এখানে এই প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। গান বাজছে “মেহেন্দি হ্যায় রচনে ওয়ালি”। তাদের প্রশ্ন মেহেন্দি পর্বে হিন্দি গান কেন? বাংলা গান কি ছিল না?

এতে বাংলা ভাষার অপমান হলো বলে মনে করছে তারা। যদিও ধারাবাহিকের অনুরাগীরা এই বক্তব্য মানতে নারাজ। তারা পাল্টা জানিয়েছে অন্য কোন ভাষা ব্যবহার করলে নিজের ভাষার অপমান করা হয় না।

Piya Chanda

                 

You cannot copy content of this page