জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুলে দুলে জামা ইস্ত্রি করার পর ক্যাপ ফাটানো বন্দুক দিয়ে ভয়ঙ্কর কিডন্যাপার তাড়াল লক্ষ্মী কাকিমা!’এইসব ছাইপাঁশ দেখায় তাও টিআরপি পায়’, রাগ পিহুরাজ ভক্তদের

আজকেও টিআরপি রেটিং তালিকায় নিজের জায়গা ধরে রাখল লক্ষ্মী কাকিমা সুপারস্টার। পিহু ঋষির বিয়ে দেখিয়েও কিছুই করতে পারল না। মন ফাগুনের ভক্তরা এমনিতেই ক্ষিপ্ত হয়েছে তাই এবার লক্ষ্মী কাকিমাকে ট্রোলিং করতে তারা আর ছাড়ছে না আর কিছুক্ষণ আগে তারা যে ভিডিও দেখতে পেয়েছেন জি বাংলায় তার পরে ট্রোলিংটা আরো বেশি হয়ে গেছে।

একটা ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে, লক্ষ্মী কাকিমা কিডন্যাপার তাড়াল ক্যাপ ফাটানোর বন্দুক দিয়ে। হাঁসকে কিডন্যাপ করেছিল কয়েকজন, তারাই নিয়ে যখন গাড়িতে উঠছে হঠাৎ করে লক্ষ্মী কাকিমা এসে তাদের মাথায় ঢাই করে মারে। এরপর ক্যাপ ফাটানোর বন্দুক কোমরে শাড়ির ফাঁক থেকে বার করে দুমদাম করে চালায়। আর ভয়ে পেয়ে দৌড় দেয় কিডন্যাপাররা‌

এই দৃশ্য দেখেই হাসছেন নেটিজেনরা। বলছেন লক্ষ্মী কাকিমাকে পুলিশে নাও গো। কীভাবে ক্যাপ ফাটানোর বন্দুক দিয়ে গুন্ডা তাড়ানো যায় সেটা লক্ষ্মী কাকিমাকে না দেখলে বিশ্বাস করা যেত না। লক্ষ্মীদি সবসময় সেরা‌। বলছেন সকলে।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page