জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তবে কি এবার ‘মিঠাই’ নেগেটিভ চরিত্র দেখিয়ে টিআরপি নেবে? অনুরাধাকে দেখে প্রশ্ন দর্শকদের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। বহুমাস ধরে ধারাবাহিকের কোনও প্রোমো না বেরোনোয় দর্শকরা ক্ষোভ প্রকাশ করে ছিলেন। অবশেষে সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও মুক্তি পেয়েছে। তার সঙ্গে নতুন চরিত্র যুক্ত হয়েছে মিঠাই তে।

নতুন ভিডিও দেখে প্রশ্ন উঠেছে দর্শকদের মনে, নতুন চরিত্রটি কি নেগেটিভ ভাবে ফুটে উঠবে? নতুন চরিত্রটি হ’ল অনুরাধা। প্রোমোতে দেখানো হচ্ছে, সিদ্ধার্থের বাবা সমরেশ এবং অনুরাধার বিয়ে হচ্ছে। সিদ্ধার্থ নিজে এই বিয়েতে মত দিয়েছে। এরপর কী হবে তার জন্য এপিসোড দেখতে হবে।

মিঠাইতে অনেক নতুন চরিত্র এসেছে। কিন্তু নেগেটিভ চরিত্রে কেউ নেই। তাই দর্শকরা মনে করছেন অনুরাধাকে হয়তো নেগেটিভ চরিত্রে দেখতে পাবেন। তবে এখনও অবধি পজিটিভ ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

অনেকে মনে করছেন, এখনও অবধি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে কেউ না থাকায় এবার ‘মিঠাই’ নেগেটিভ চরিত্রে টিআরপি নেওয়ার চেষ্টা করবে। কারণ কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের টিআরপি রেটিং কম আসছে।

Nira

                 

You cannot copy content of this page