জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: মেকআপ রুমে পিপিকে পিটিয়ে পাটপাট করে দিল মিঠাই, লন্ডভন্ড হয়ে গেল সব! ভিডিও দেখে মাথায় হাত পড়ল দর্শকদের

জি বাংলা পরিবারের এক দুষ্টু মিষ্টি আদরের বৌমা হল মিঠাই রানী। শুধু মোদক পরিবার নয়, বেশিরভাগ বাংলা পরিবারে এখন মিঠাই ঢুকে গিয়েছে ড্রয়িং রুমে। সঙ্গে উচ্ছে বাবু আর পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে।

mithai 2

এ ধারাবাহিক প্রিয় হয়ে ওঠার আরেকটি কারণ হলো একান্নবর্তী নির্যাস রয়ে গিয়েছে এখনো। একটি একান্নবর্তী পরিবারের মিলেমিশে থাকা একসঙ্গে থাকা এবং বিশেষ করে এক প্রাণবন্ত বৌমা সে বাড়িতে যেভাবে মাতিয়ে রাখে সেটাই হলো এই ধারাবাহিকের মূল গল্প।

mithai 3

পাশাপাশি বাড়িতে যেমন যদি একটা প্রাণোচ্ছল বৌমা থাকে তাহলে সকলে যেভাবে হাসতে খুশিতে মেতে থাকে সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে। তবে শুধু পর্দায় নয় বাস্তবেও মিঠাই রানী অর্থাৎ সৌমীতৃষা কুণ্ডু খুব প্রাণবন্ত এবং চনমনে স্বভাবের।

mithai 4

মিঠাই যে আসলে দুষ্টু সেটাই এর আগে একটা ভিডিওতে মিঠাই নিজেই স্বীকার করেছিল। তবে সে সকলকে মাতিয়ে রাখতে পারে এটা স্বীকার করতেই হবে। এবার আবার মিঠাই রানী এর একটি ভিডিও ভাইরাল হল যেখানে তাকে খুনসুটি করতে দেখা গেল মাইডামের সঙ্গে।

mithai 5

আসলে মিঠাইয়ের পেছনে লাগছিল মাইডাম। আর তখন মিঠাইও তাকে ছেড়ে দেয়নি। রীতিমতো জল নিয়ে ঢালতে গেছিল তার মুখে। পাশাপাশি মাইডাম দেখিয়েছে মিঠাই কেমন অগোছালো। সে শুটিংয়ে এসে নিজের মত মেকআপ করে কিন্তু সমস্ত গোছাতে হয় মাইডামকে। আর এরপরেই তার দিকে তেড়ে যায় মিঠাই রানী।

mithai 6

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page