গৌরী এলো ধারাবাহিকে কালীপুজো স্পেশাল পর্ব। বিশেষ পর্বের দু’ঘণ্টার আপডেট রইল আপনাদের জন্য। গৌরীর জন্যে ফাঁদ পেতেছে রসময়। গৌরী যে আসলে দেবী সেটা প্রমাণ করতে চায় সে। গৌরী সকালে তৈরি হয় মন্দিরে পুজোর জোগাড় করবে বলে। মনে মনে গুনগুন করে শ্যামা মায়ের গান গাইছে সে। ঘুম ভেঙে যায় ঈশানের। সে জিজ্ঞাসা করতেই গৌরী বলে তাহলে তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হতো কারণ আজ কালীপুজো।
এদিকে পুজো উপলক্ষে বাড়িতে বড় করে আয়োজন করা হয়েছে। বাড়ি থেকে প্রচুর লোক আসবে তাই সে ঈশানকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। এদিকে পুজো উপলক্ষে ঘোষাল বাড়িতে দারুন আয়োজন চলছে। জানা গেছে এই পুজোয় জি বাংলা অন্যান্য ধারাবাহিকের চরিত্রটা উপস্থিত থাকবে অতিথি হয়ে।
আসলে যে কোন উৎসব অনুষ্ঠানে বাংলায় ধারাবাহিকগুলি সেজে ওঠে। দুর্গাপুজোর সময় বিভিন্ন ধারাবাহিকে পালিত হয়েছে দুর্গাপুজো তাই কালীপুজো কেন বাদ যাবে? তাই গৌরীর শ্বশুরবাড়িতে সকলে মিলে সমবেত হবে সন্ধ্যেবেলায়। কিন্তু এখানেই একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে।
জানা গেছে জি বাংলার অন্যান্য দম্পতিরা গৌরীর বাড়ির পুজোয় উপস্থিত থাকলেও সেখানে নাকি ডাকা হয়নি মিঠাই রানী আর উচ্ছে বাবুকে। সিধাই জুটিকে কেন বাদ দিয়ে এক ঘরে করে দেওয়া হল সেই নিয়ে প্রশ্ন তুলেছে তাদের ভক্তরা। অনেক দর্শক রয়ে গেছে আবার অনেক দর্শক মনে মনে কষ্ট পেয়েছে। তবে এক ভক্ত যেটা লিখেছে সেটাকে অনেকেই সমর্থন করছে ধীরে ধীরে।
তিনি লিখেছেন যে মিঠাই এবং উচ্ছে বাবুকে না ডেকে ভালোই করেছে। আসলে তিনি এমনিতেও ওই এপিসোড দেখতেন না। তবু মিঠাই এলে ওই ধারাবাহিকের টিআরপি হবে তখন বেড়ে যেত। কারণ তখন সমস্ত মিঠাই ভক্তরা এক জায়গায় হত তাদেরকে গৌরী এলো ধারাবাহিকে এক ঝলক দেখতে। দ্বিতীয়ত ওই এপিসোডের টিআরপি কেমন হবে সেটা আগের থেকে কেউ বলতে পারবে না। কিন্তু কোন কারনে টিআরপি খারাপ হলে সে ক্ষেত্রে হয়তো দোষ দেওয়া হতো মিঠাইকে। আসলে মিঠাইয়ের রেকর্ড বা সাফল্যের কথা অনেকেই ভুলে গেছে বলে দাবি করেছেন ওই ভক্ত। এখন যেন না বিষয়ে নানা কারণ মিঠাইকে টেনে সমালোচনা করা হচ্ছে সেটা নিয়ে যে তিনি বেজায় রেগে গিয়েছেন সেটা স্পষ্ট তার লেখায়।