জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের ‘মিঠাই’-এর দুই প্রিয় মুখ একসঙ্গে ছোটপর্দায়, আবার ফিরছেন কৌশাম্বি, ঐন্দ্রিলা! প্রিয় দুই বোন শ্রীনন্দা আর শ্রীনিপার নতুন ধারাবাহিক নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা! দেখা যাবে কোন চ্যানেলে?

বাংলা টেলিভিশনে আজকাল ধারাবাহিক শুরু হয়, আর কয়েকদিনের মধ্যেই সেটা শেষও হয়ে যায়। মানুষ মনে রাখার তো দূরের কথা, ঠিকমতো গল্প বোঝার সময়টুকু পান না। কিন্তু এমন কিছু ধারাবাহিক আছে যা অনেকদিন আগে শেষ হয়ে গেলেও, তার গল্প এবং চরিত্রদের ভুলতে পারেনি দর্শকরা। জি বাংলার ‘মিঠাই’ (Mithai) তার মধ্যে একটা ধারাবাহিক। যে ধারাবাহিকের প্রতিটা চরিত্রই এখনও দর্শকদের হৃদয়ে সমান উজ্জ্বল। ‘হল্লাপার্টি’র প্রতিটা সদস্যদের এখনও একসঙ্গে দেখার দাবী ওঠে মাঝে মধ্যেই।

স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে আমরা একসঙ্গে অভিনয় করতে দেখেছি দিয়া মুখোপাধ্যায়কে, যিনি মিঠাইতে ‘শ্রীতমা’ চরিত্রে অভিনয় করতে। তার সঙ্গে অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়কে, যিনি ‘জামাইবাবু’ চরিত্রে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠাইতে। এবার শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে একসঙ্গে ফিরছে ‘মিঠাই’-এর আরও দুই জনপ্রিয় সদস্য! সূত্রের খবর, অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty), যিনি শ্রীনন্দা চরিত্রে অভিনয় করেছিলেন এবং ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha) যিনি ‘শ্রীনিপা’ চরিত্রে অভিনয় করেছিলেন— আবার একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন!

স্বাভাবিক ভাবেই এই খবরে ব্যাপক খুশি ‘মিঠাই’ ভক্তরা। তবে, কোনও নতুন ধারাবাহিকে ফিরছেন না তাঁরা! বরং সান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এর একটি বিশেষ পর্ব চারজন প্রতিযোগীর মধ্য, দুইজন হিসেবে উপস্থিত থাকবেন তাঁরা। এদিন শোয়ের ওই পর্বের একটি ছোট্ট অংশ সমাজ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে শোয়ের সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তী প্রশ্ন করেন কৌশাম্বিকে অভিনয় জীবন এবং অভিজ্ঞতা নিয়ে।

কৌশাম্বি উত্তর দেয়, ছোট থেকে বড় হওয়া হাওড়ার শিবপুর মন্দিরতলাতে। মা-বাবা দুজনেই আবৃত্তি এবং থিয়েটারের মানুষ ছিলেন। অভিনেত্রী নিজেও বিজয়লক্ষ্মী বর্মনের ছাত্রী ছিলেন। সাংস্কৃতিক পরিবেশে বড় হলেও অভিনয় করবেন এমন ইচ্ছা ছিল না। ক্লাস নাইনে পড়াকালীন প্রথম সোশ্যাল মিডিয়ায় আসা। একজন বাবার সঙ্গে অডিশনের ডেকেছিলেন, তারপরই মেলে অভিনয়ের প্রথম সুযোগ। আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে।

এরপর তিনি পোর্টফোলিও শুট করান এবং পরবর্তীতে ছোটপর্দার সফল অভিনেত্রী। লাখ টাকা জিতলে, অর্ধেকটা দিয়ে স্বামী আদৃত রায়ের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে চান বলে জানান। এদিকে ঐন্দ্রিলাকেও একই প্রশ্ন করা হলে সে বলে, ছোট থেকে নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছেই ছিল তার। অডিশন দিতে ডান্স বাংলা ডান্স গিয়েছিলেন। সেখানে তাকে সঞ্চালিকা ভূমিকায় নেওয়া হয়। সেই থেকে শুরু এখন অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনিও লাখ টাকা জিতলে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার কথাই বলেছেন।

Piya Chanda