জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাধবপুর যাওয়ার পথে অপর্ণার গাড়ি দুর্ঘ’টনা, বাঁচাতে গিয়ে বিপদের জালে জড়াল আর্য! ব’ন্দুক হাতে উন্মাদ কিঙ্কর, অপর্ণাকে হারিয়ে মানসিক ভারসাম্য হারাচ্ছে আর্য! ‘চিরদিনই তুমি যে আমার’-এ চরম সংঘর্ষ!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপর্ণা মাধবপুর যাওয়ার জন্য হাইওয়েতে গিয়ে গাড়ির খোঁজ করতে থাকে। এদিকে আর্যর অপেক্ষা করতে করতে কিঙ্কর আরও উদ্বিগ্ন হয়ে ওঠে। অবশেষে আর্য এসে জানায়, অপর্ণাকে আটকানোর কোনও দরকার নেই। মাধবপুরে গিয়ে অপর্ণা নিজের থেকে সব সত্যিটা জেনে যাক, এটাই চায় আর্য।

কিন্তু কিঙ্কর কিছুতেই রাজি না অপর্ণার মাধবপুর যাওয়া নিয়ে। আর্যর কোনও কথা না শোনায়, সে বাধ্য হয়ে কিঙ্করকে অজ্ঞান করে কিছু লোক দিয়ে বন্দী করে রাখে নিজের অফিসে। এরপর আর্য ছদ্মবেশে ট্যাক্সি ড্রাইভার সেজে অপর্ণার সামনে দাঁড়ায়। অপর্ণাও এতো রাতে গাড়ি পেয়ে উঠে পড়ে। হঠাৎ একটা গাড়ির তীব্র আলোতে দিকশূন্য হয়ে অপর্ণাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

অল্পের জন্য রক্ষা পেলেও, অপর্ণা মানসিকভাবে ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। এরপর সে ঘুমিয়ে পড়তেই আর্য সিদ্ধান্ত নেয়, আর কোনও বিপদে পড়তে দেবে না অপর্ণাকে। মাধবপুরে গিয়ে যদি সবটা জেনেও আর্যকে মেনে নেয়, তাহলে সমস্যা নেই। ওদিকে অপর্ণার মা রাজলক্ষ্মীকে চিন্তায় ফোন করে অপর্ণার নিখোঁজ হওয়ার কথাটা জানায়। রাজলক্ষ্মী এই বিষয়ে অর্জকে ফোন করলে, সে কেটে দেয়।

হঠাৎ করে সিংহ রায় বাড়িতে অন্ধকার হয়ে যায়, জোরে জোরে হওয়া দিতে শুরু করে। মানসী বলে, বিয়ের পর এমন অবস্থা সে আগে দেখেনি। রাজলক্ষ্মী লক্ষ্য করেন যে, উপরের বন্ধ ঘরের দরজা নিজের থেকেই খুলে গাছে আর এক এক করে বাড়ির সব আলো নিভে যাচ্ছে। অমঙ্গলের আশঙ্কা করতে থাকেন তিনি। এরই মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আগের মতো।

রাজলক্ষ্মী শোনেন তারা সুন্দরী মা বলছেন যে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। কাউকে একটা বাঁচাতে। উদ্বিগ্ন হয়ে রাজলক্ষ্মী রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান, মানসী অনেক চেষ্টা করেও আটকাতে না পেরে পিছু নেয়। আর কিঙ্কর অনেক চেষ্টা করেও পালাতে পারে না। শেষে নিজেই ঘরে আগুন লাগিয়ে অসহায়তার নাটক শুরু করে।

আর্যর লোকেরা দরজা খুলতেই কিঙ্কর তাদের জখম করে, ব’ন্দু’ক নিয়ে পালায়। রাস্তায় যে তাকে আটকানোর চেষ্টা করে, তাকেই গু’লি মেরে দেয় সে। আর্যকে অনেকবার ফোন করে কিঙ্কর। বিরক্ত হয়ে আর্য ফোন বন্ধ করে দেয়। তারপর নিজের লোক ভাড়া করে কিঙ্কর। জল কিনতে গাড়ি থামিয়ে আর্য একটা দোকানে গেলে, অপর্ণাকে কিঙ্কর কি’ডন্যা’প করে নেয়।

Piya Chanda