জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP Breaking: শ্বশুরের বিয়ে দিয়েই টিআরপিতে বাজিমাত করল মিঠাই রানী, লক্ষ্মী কাকিমা পুরো বেগুন ভেজে দিয়েছে মন ফাগুনকে, নম্বর দেখলে চোখ গোল গোল হয়ে যাবে আপনার

চলে এসেছে বৃহস্পতিবারের টিআরপি, এবারে অপ্রত্যাশিত ফলাফল হয়েছে আবার। যেটা হওয়ার নয় সেটাই হয়েছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না টিআরপি রেটিংয়ে কি হয়েছে। এই সপ্তাহে প্রথম হয়েছে ধুলোকণা কিন্তু দ্বিতীয় কে হয়েছে জানেন? আপনারা অনেকেই হয়তো ভাবছেন মিঠাই।

একদম প্রথম সপ্তাহে দুর্দান্ত ফলাফল করেছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি। সে পেয়েছে ৬.০। চতুর্থ স্থান নিয়ে পড়ে গেছে টানাটানি। মিঠাই গাঁটছড়া আলতা ফড়িং একসঙ্গে চতুর্থ হয়েছে। অনুরাগের ছোঁয়া এতদিন পরে প্রথম পাঁচে এসেছে আর তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। আর দ্বিতীয় হয়েছে আমাদের লক্ষ্মী কাকিমা। লক্ষ্মী কাকিমা সুপারস্টার পেয়েছে ৭.৭। মন ফাগুন সেখানে ৬.১। মানে ভালো করে বেগুন ভেজেছে লক্ষ্মী কাকিমা। সামনের সপ্তাহে মনে হয় টিআরপি আরো বাড়বে তার কারণ দিদি নং ওয়ানের রথযাত্রা স্পেশাল এপিসোড দেখানো হয়েছে।

আসুন দেখে নেওয়া যাক তালিকা:

১ম •• ধুলোকণা (৮.৪)
২য় •• লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)
৩য় •• গৌরী এলো (৭.৩)
৪র্থ •• মিঠাই/গাঁটছড়া/আলতা ফড়িং (৭.২)
৫ম •• অনুরাগের ছোঁয়া (৬.৫)

OPENING → বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)

5:00 PM : খেলাঘর (১.৭)
5:30 PM : গুড্ডি (৩.০) | দিদি No.1 S9 (২.৮)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৫) | পিলু (৪.৩)
6:30 PM : সাহেবের চিঠি (৩.৭) | খেলনা বাড়ি (৫.৩)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | উমা (৬.০)
7:30 PM : আলতা ফড়িং (৭.২) | গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৮.৪) | মিঠাই (৭.২)
8:30 PM : মন ফাগুন (৬.১) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)
9:00 PM : আয় তবে সহচরী (৫.৩) | এই পথ যদি না শেষ হয় (৫.৯)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৫) | লালকুঠি (৫.৩)
10:00 PM : গঙ্গারাম (৩.৮) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০) [OPENING]
10:30 PM : বৌমা একঘর (২.৮) | উড়ন তুবড়ি (৪.৫)
11:00 PM : জয় গোপাল (১.৭) | শিশু ভোলানাথ (২.৫)

✨NON FICTION✨
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৫.৮)
দিদি No.1 [SUN] (৬.০)
Ismart Jodi (৩.৮)

Piya Chanda