এমনিতেই সকালবেলা একটা সুখবর আপনাদেরকে দিয়ে দিয়েছি। সেটা হলো ওমি আগারওয়াল আবার ফিরে আসছে মিঠাইতে যদিও এটা মোদক পরিবারের জন্য সুখবর হবে না যারা ওমির মহিলা ভক্ত তারা খুব খুশি। ওমির আসার পরে কী হবে সেটাই এখন চিন্তার কারণ কাকিমা যদি রেগে মেগে ওমির সঙ্গে নীপার বিয়ে দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল।
এর মধ্যে আরেকটা খুশির খবর আপনাদেরকে দেব। আজকে কিছুক্ষণ পরেই টিআরপি বার হবে সেখানে দেখা যাক মিঠাই কতটা ভালো ফলাফল করতে পারে। যদিও এই সপ্তাহ মনে হচ্ছে না টিআরপি রেটিংয়ে মিঠাই খুব একটা ভালো করতে পারবে তবে পরের সপ্তাহে মিঠাইয়ের টপার হওয়ার আশা রয়েছে তার কারণ সমরেশ আর অনুরাধা ম্যামের বিয়ের টিআরপি সামনের সপ্তাহে বেরোবে। তবে এবার দুর্গা পুজো নিয়ে একটু আলোচনা করা যাক।
গতবারে জি বাংলার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কমলে কামিনী সেজেছিল মিঠাই তবে এবার কিন্তু তাকে একদম অন্য ভূমিকায় দেখা যাবে। অনেকেই চেয়েছিলেন মিঠাই যেন এইবারে মা দুর্গার ভূমিকায় অভিনয় করেন। বাস্তবে সেটাই হয়েছে। এবিপি আনন্দর সূত্র অনুসারে জানা যাচ্ছে যে এই বছর মহিষাসুরমর্দিনীতে মা দুর্গার ভূমিকায় অভিনয় করতে পারেন সৌমিতৃষা কুন্ডু।
এই খবরটা কিছুক্ষণ আগে জানাজানি হয়েছে আর তারপরে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। সব থেকে বড় কথা মিঠাই কিছুক্ষণ আগে নিজে যে স্টোরি শেয়ার করেছেন তাতে সাধারণ মানুষের মনে হচ্ছে যে খবরটা একদম সত্যি। তার কারণ একজন ফ্যান সে মিঠাইয়ের মা দুর্গার সাজে ছবি পোস্ট করেছে আর মিঠাই সেটা শেয়ার করেছে। তাই অনেকের মনে হচ্ছে যে ঘুরিয়ে সৌমি ইঙ্গিত দিয়ে দিল যে সে এবার জি বাংলায় দুর্গা হচ্ছে। জানা যাচ্ছে যে মহাদেবের ভূমিকায় থাকবেন রুবেল দাস অর্থাৎ যমুনা ঢাকীর সংগীত। গত বছরেও রুবেল মহাদেব সেজেছিলেন।
View this post on Instagram
মিঠাই এর ভক্তরা এই খবরে বেজায় খুশি এবং তারা বলতে শুরু করেছেন যে খড়ি পিহু তো দুর্গা হবে না। মিঠাই এই জন্যেই সেরা।যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে তবে মোটামুটি বাতাসে এই খবরটা ঘুরছে।মহিষাসুরের ভূমিকায় কে থাকবে এখনো জানা যায়নি তবে এখানেও যে বড়সড় চমক থাকবে এটা আশা করাই যাচ্ছে।