কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের টিআরপি আর মিঠাই ভক্তদের জন্য খুবই আনন্দের খবর সেটা কারণ মিঠাই আবার প্রথম পাঁচে উঠে এসেছে। ওই ওয়ান অ্যান্ড ওনলি’কে বিদায় করার পর থেকেই মিঠাইয়ের টিআরপি আবার উঠছে এবং ভবিষ্যতে আরো উঠবে বলে ধারণা দর্শকদের। তবে এবার বিশাল চমক রয়েছে প্রথম স্থানে। যে প্রথম হয়েছে তাকে এক্সপেক্ট করা যায়নি যে প্রথম হবে।
প্রথম হয়েছে আমাদের গৌরী। ৮.২ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে গৌরী এলো এবং দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৭.৩)। নম্বরের পার্থক্য অনেকটাই। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে গাঁটছড়া এবং ধুলোকণা। আসুন পড়ে নেওয়া যাক পুরো টিআরপি রেটিং তালিকা।
5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৫) | দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৫)
6:30 PM : সাহেবের চিঠি (৬.২) | খেলনা বাড়ি (৬.০)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | জগদ্ধাত্রী (৭.৩)
7:30 PM : আলতা ফড়িং (৬.৪) | গৌরী এলো (৮.২)
8:00 PM : ধুলোকণা (৭.১) | মিঠাই (৬.৭)
8:30 PM : মাধবীলতা (৬.১) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
9:00 PM : এক্কা দোক্কা (৪.৯) | এই পথ যদি না শেষ হয় (৫.২)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৪.৩)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৯) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৭)
10:30 PM : গোধূলি আলাপ (৩.১) | উড়ন তুবড়ি (৩.৭)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.২)
✨NON FICTION✨
রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৫.২)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৫)
Dance Dance Junior (৪.৫)
•• মহালয়া TRP ••
সিংহবাহিনী ত্রিনয়নী (৫.৪)
যা চণ্ডী (৪.১)