দীর্ঘ দেড় বছর ধরে নিজের জনপ্রিয়তা কিন্তু ধরে রেখেছে মিঠাই। হতে পারে বর্তমানে টি আর কি কমে গেছে তার প্রধান কারণ হলো গল্প দেখে মানুষ আর আকর্ষিত হচ্ছে না এবং কোনরকম নতুন প্রমো নেই। কিন্তু নিজের সেরাটা দিয়ে অভিনয় করে যাচ্ছে গোটা টিম। এ প্রসঙ্গে পরে আসা যাবে, এখন একটা অভিনব ব্যাপার আপনাদেরকে জানাই।
আপনাদেরকে আগেই উচ্ছে বাবু চাউমিন উচ্ছেবাবু মোমো উচ্ছে বাবু চিকেন উচ্ছে বাবু ফুচকা উচ্ছেবাবু ট্যাক্সি সহ বিভিন্ন জিনিস জানিয়েছি। উচ্ছে বাবু সন্দেশ আর উচ্ছে বাবু রসগোল্লা তো রয়েইছে। তবে এবার আস্ত একটা দোকান তৈরি হয়ে গেল মিঠাইয়ের নামে।
গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একটি মিষ্টির দোকান নিজেদের নাম রেখেছে মিঠাই। আর দোকানের ট্যাগলাইন হলো সুখে দুখে মিষ্টি মুখে। এমন কি দোকানের মিঠাইয়ের যে লোগোটা সেটা সিরিয়ালের সঙ্গে একই। অর্থাৎ বুঝতে পারছেন যিনি দোকানের মালিক তিনি কতটা মিঠাই ভক্ত। এই ছবিটা এখন সোশ্যাল মিডিয়ার হুহু করে ভাইরাল হচ্ছে।
এরকম কি সত্যিই আর কোন সিরিয়াল নিয়ে হয়েছিল যার নামে দোকানেরই নাম রাখা হয়ে গেছে? প্রশ্ন দর্শকদের। তারা তো মনে করতে পারছেন না। তারা বলছেন যে এখানেই মিঠাইয়ের সার্থকতা। মিঠাই শেষ হয়ে যাবে একদিন কিন্তু এই দোকান, এই উচ্ছে বাবু সন্দেশ চিরজীবনের মতো থেকে যাবে।