জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিঠাইকে অবিকল শ্রীদেবীর মতো দেখতে লাগছে! একটি ফ্যানপেজের পোস্ট দেখে হতভম্ব মিঠাই ভক্তরা, ‘এতটাও মিল হয়?’, অবাক নেটিজেনরা

আমাদের টলিউডের তারকাদের সঙ্গে বলিউডের তারকাদের তুলনা করার একটা স্বভাব আমাদের রয়েছে। আমরা অনেকেই বলে থাকি একে হৃত্বিক রোশন এর মত দেখতে ওকে শাহরুখ খানের মতো দেখতে।সেরকমই আমাদের মিঠাইরানীকেও বলা হয় শ্রীদেবীর মত দেখতে।যদিও এটা নিয়ে তাকে ট্রোলিংয়ের শিকার হতে হয় কিন্তু মিঠাই নিজের মুখে কোনদিনও বলেনি যে তাকে শ্রীদেবীর মত দেখতে। তার বহু ভক্তরাই তাকে শ্রীদেবীর মতো দেখতে বলে আসছে।

মিঠাই এর এই সংক্রান্ত একটি ফ্যান পেজ আছে যেখানে সৌমিতৃষা এবং শ্রীদেবীর ফটো কোলাজ করে পোস্ট করা হয়‌‌। সেই ফ্যান পেজ থেকে সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে যা মিঠাই নিজের স্টোরিতেও শেয়ার করেছে কিছুক্ষণ আগে।

মিঠাই এবং শ্রীদেবীর দুটি ছবি পাশাপাশি রাখা হয়েছে এবং দুটি ছবির মধ্যে এতটাই সাদৃশ্য যে মিঠাই ভক্তরা দেখে চমকে যাচ্ছেন‌।মিঠাই কে হয়তো সব ছবিতে শ্রীদেবীর মতো দেখতে লাগে না কিন্তু এই ছবিতে দু’জনের মুখের এবং অঙ্গভঙ্গির অনেক মিল আছে একথা মানতেই হবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page