Bangla Serial

Mithai: জানলার বাইরে সাইকেল নিয়ে উচ্ছে বাবুর মিঠাই! অবশেষে ধরেই ফেললো সিড! শেষমেশ গল্পে আসছে আবার নতুন টুইস্ট

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সবথেকে বেশি ঝড় তোলা ধারাবাহিক হলো মিঠাই যার নাম না বললেই নয়। জি বাংলার ধারাবাহিক হলেও এখন প্রায় সব চ্যানেলের দর্শকদের মুখে মুখে এই সিরিয়ালের নামটি ঘুরছে।

sid mithai

শুরু থেকে একটি একান্নবর্তী পরিবারের গল্প দেখানো হয়েছে যেখানে দর্শকদের কাছে সবথেকে বেশি প্রশংসা পেয়েছে সিড এবং মিঠাইয়ের জুটি। তবে মোদক পরিবারের প্রতিটি সদস্যের অনবদ্য অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। এরপরেই গল্পে আসে নতুন মোড় যখন মারা যায় মিঠাই। তাকে দেখতে না পেয়ে দর্শকরাও রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় এবং দাবি জানাতে থাকে তাকে যেন আবার ফিরিয়ে আনা হয়।

Sid mithai 780x470 1

ঠিক তারপরেই গল্পে দেখা যায় মিঠাই ফিরে না এলেও হুবহু তার মত দেখতে একটি মেয়ে এসেছে। মিঠিকে ঘিরে নানা কাণ্ড কারখানা চলতে থাকে। কালক্রমে মিঠাই এর মত তার বুকেও গুলি লাগে। তারপরে সকলের প্রার্থনায় আবার সে সুস্থ হয়ে বেঁচে ফিরে আসে। এই সময়েই দেখা যায় আস্তে আস্তে ওই মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ছে মিঠাইয়ের উচ্ছে বাবু।

sid mithai

ঠিক সেই সময়ে এমন একটি বিষয় ঘটে গেল যা কেউ কল্পনাও করতে পারেনি যে ঘটতে পারে। মিঠাই সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। মিঠি সিডকে বলছে আপনার মাথা ব্যথা করছে বলে আপনি ঘুমাতে পারছেন না। নিন এই তেতো ওষুধটা খেয়ে নিন। খেয়ে ঘুমিয়ে পড়ুন।

Screenshot 2023 01 17 10 31 50 87 f9ee0578fe1cc94de7482bd41accb3292

তখন সিদ্ধার্থ ওষুধ খায়। এরপর দেখা যায় কে একজন জানালা দিয়ে তাদের দুজনের উদ্দেশ্যে একটা কাগজ ছুড়ে দেয়। সিড অবাক হয়ে যায়। তারপরে জানলা দিয়ে তাকাতেই অবাক হয়ে যায় সে। দেখে মিঠাই সাইকেল চালিয়ে যাচ্ছে। সিড চিৎকার করে বলে এই দাঁড়াও। ওখানে দাঁড়াও। তাহলে কি শেষমেষ ফিরে এল মিঠাই রানী?

Screenshot 2023 01 17 10 32 02 43 f9ee0578fe1cc94de7482bd41accb3292

Nira