জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai New Promo: মনোহরা উড়িয়ে দেবে বলে মোদক বাড়িতে টাইম বোমা ফিট করলো ওমি! খালি হতে প্লাস নিয়ে কাটতে যাচ্ছে সিড, ‘আরে পাগল ছেলে নাকি রে’, নতুন প্রোমো দেখে সাত সকালে অজ্ঞান দর্শকরা

মিঠ াইতে প্রোমো দেওয়ার পর থেকেই প্রথম স্থান দখল করেই যাচ্ছে। তাই জি বাংলা খুব সিরিয়াসলি নিয়েছে এবার প্রমো দেওয়া বিষয়টাকে। গৌরী এলোর যেমন সপ্তাহে সপ্তাহে নতুন প্রমো আসে সেরকমই এখন মিঠাইয়ের প্রমো কিছুদিন অন্তর অন্তর দেয়া হচ্ছে। আর আজ সকালেই দেওয়া হয়েছে মিঠাইয়ের এমন ধামাকাদার প্রমো যা দেখে ঘুম উড়ে গেছে মিঠাই ভক্তদের।

mithai promo3 1
সকলের ঘুম ভাঙার আগেই জি কাকু মিঠাইয়ের প্রমো দিয়ে দিয়েছে টিভিতে। অনেকের হাসি পাচ্ছে আবার অনেকের খুব চিন্তা হচ্ছে প্রোমো দেখে। আসলে প্রমোটা তে রয়েছে একটা ভয়ঙ্কর বিষয় কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখে হাসি পাবে অনেকের। আমরা সকলেই জানি আগরওয়ালদের ছোট ছেলে ফিরে এসেছে এবং বারংবার নতুন নতুন ছদ্মবেশ নিয়ে সে মিঠাই দের টার্গেট করছে কিন্তু কেন এসিপি ধরতে পারছে না বোঝা যাচ্ছে না।অনেকে বলছে এটাই তো পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান অবস্থা যে চোখের সামনে দিয়ে ক্রিমিনাল বেরিয়ে যায় আর পুলিশ চিনতে পারেনা।

mithai promo2 1
যাই হোক, সেসব কথা থাক এখন আসল প্রসঙ্গে আসা যাক। নতুন প্রমোতে আমরা দেখতে পেয়েছি অমনি এবার টাইম বোমা নিয়ে এসে মনে হয় মনোহরাতে ফিট করেছে। অর্থাৎ এবার পুরো মোদক বাড়ি সে টাইম বোমা দিয়ে উড়িয়ে দেবে। এত গাধা ভিলেন কী করে হয় কে জানে, অনেকে বলছেন মনোহরা ছেড়ে সবাই যদি পালিয়ে যায় তাহলেই তো হল, এবার ওমি সামনে আটকে রেখেছে কিনা জানা যাচ্ছে না, তাহলে ছাদ দিয়ে নেমে পড়বে সকলে।

mithai promo1 1
কিন্তু এরপর যেটা হবে সেটা অভাবনীয়, উচ্ছেবাবু হাতে তার কাটার যন্ত্র নিয়ে এসে টাইম বোমার তার কাটতে যাবে। আপনাদের একটা দৃশ্যের কথা মনে পড়বে যে প্রসঙ্গে আমরা পরে আসবো। শেষ পর্যন্ত কী উচ্ছেবাবু তার কেটে মনোহরাকে বাঁচাতে পারবে নাকি টাইম বোমায় উড়ে যাবে মোদক পরিবার? জানতে হলে দেখতে থাকুন মিঠাই।

Nira

                 

You cannot copy content of this page