জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: গোপালের গান গেয়ে এন্ট্রি নিলো আসল মিঠাই! চমকে উঠলো দর্শক! সত্যিই কি এ মিঠাই? 

এই মুহূর্তে বাংলা সিরিয়ালগুলোতে একের পর এক টানটান উত্তেজনার পর্ব চলছে। সব সিরিয়ালেই টিআরপি ধরে রাখতে একের পর এক চমক আসছে। এর মধ্যে মিঠাই অন্যতম।

ইতিমধ্যেই মিঠি-মিঠাই বিতর্ক ঝড় তুলেছে। এর মধ্যে আবার নতুন এক সদস্য আসছে নাকি মিঠাইয়ে? ভাবছেন এমন কেনো বলছি? এর উত্তর বাকিটা পড়লেই জানবেন।

এবার ফিরে এলো আসল মিঠাই। মিঠাইয়ের নতুন প্রোমোতে দেখা গেলো যে মিঠি ওষুধ না খাওয়ার জেদ করলে সিড বলে এই ওষুধ খাবে না মানে? ওষুধ তোমাকে খেতেই হবে। সে মিঠির মুখ ট্যাবলেট পুরে দেয় এবং জল খাইয়ে দেয় জোর করে।

এদিকে এই নিয়ে ঝগড়া শুরু করে সিড আর মিঠি। সৌমী সব দেখে আর বলে যেভাবেই হোক একে তাড়াতেই হবে। এবার নিচে দেখে একেবারে মিঠাইয়ের মতো একজন নয়নে নয়নে দেখি তোমারে গোপালের এই গান গাইছে। গান শুনে মিঠি আর সিড নিচে নেমে আসতে বাধ্য হয়। সেই মেয়েই কি তবে আসল মিঠাই?

FB IMG 1673706624789

Nira

                 

You cannot copy content of this page