Bangla Serial

Mithai: মাথার লাল সিঁদুর লেপ্টে রয়েছে মিঠাইয়ের! দুটো প্রজেক্ট বেরিয়ে গেছে এবার আবার তিন নম্বর প্রজেক্টের প্ল্যান করছে সিধাই? দুষ্টু চিন্তা দর্শকদের মনে

মিঠাইয়ের প্রত্যাবর্তনের জেরে মোড় ঘুরেছে ‘মিঠাই(Mithai)’ ধারাবাহিকের গল্পের। আসলে বাঙালির সিরিয়াল প্রেম প্রশ্নাতীত। বাঙালির সিরিয়াল প্রেমের তালিকায় রয়েছে বিভিন্ন সিরিয়াল। যদিও বর্তমান সময়ে একাধিক চ্যানেলে বহু সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে বিভিন্ন নতুন নতুন সিরিয়াল। কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে বাঙালির সিরিয়াল প্রেমে কিন্তু কোনও খামতি আসেনি। আর বর্তমানে টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিকের মধ্যে অন্যতম পুরনো ধারাবাহিক হল মিঠাই। উচ্ছে বাবু ও মিঠাইয়ের প্রেমের রসায়নে দীর্ঘদিন বুঁদ ছিল বাঙালি দর্শক।‌‌ ইতিমধ্যেই এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন ছেয়ে গেছে টেলিপাড়ায়।

আসলে একটা সময় বাংলা টেলিভিশনের পর্দায় মিঠাইকে হারানো ছিল দুঃসাধ্য। বেশ কয়েকবার স্থানচ্যূত হলেও ফের দাপটের সঙ্গে ফিরে এসে নিজের স্থান দখল করেছে পর্দার মিঠাইরানী। একটা সময় টিআরপি কুইন বলা হত তাঁকে। টিআরপি তালিকায় প্রথম স্থান থেকে তাঁকে টলানো যে ভীষণ চাপের তা হাড়েহাড়ে বুঝত বিভিন্ন চ্যানেলে চলা ধারাবাহিকগুলি। যদিও সেই স্বর্ণ সময় অতীত। যদিও এই ধারাবাহিককে ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা’র অভাব নেই।

দীর্ঘদিন ধরে দর্শকদের ক্ষোভ সিদ্ধার্থ-মিঠাইয়ের দ্বিতীয় প্রেম পর্বে সেইভাবে কিছু দেখানো‌ হচ্ছেনা। আর তাই আগ্রহ হারাচ্ছেন দর্শকরা। ক্ষোভ উগরে তাঁরা বলছেন, উচ্ছে বাবু আর মিঠাই রানীর মিল তো হবে না আগেও হয়নি আর এখনও হচ্ছেনা। লেখক কোন‌ দিকে এই গল্প নিয়ে যাচ্ছে তা প্লেনের মতো মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলাই যায়, মিঠাই আর উচ্ছের মিল দেখতে হাপিত্যেশ করে বসে রয়েছে ভক্তকূল! সিদ্ধার্থ-মিঠাইয়ের দ্বিতীয় প্রেম পর্বে সেইভাবে কিছু দেখানো‌ হচ্ছেনা। আর তাই আগ্রহ হারাচ্ছেন দর্শকরা।

WhatsApp Image 2023 04 15 at 11.54.42

উল্লেখ্য, ক্ষোভ উগরে তাঁরা বলছেন, উচ্ছে বাবু আর মিঠাই রানীর মিল তো হবে না আগেও হয়নি আর এখনও হচ্ছেনা। লেখক কোন‌ দিকে এই গল্প নিয়ে যাচ্ছে তা প্লেনের মতো মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলাই যায়, মিঠাই আর উচ্ছের মিল দেখতে হাপিত্যেশ করে বসে ভক্তকূল। আর এবার হয়ত চমক আসতে পারে এই ধারাবাহিকে। মিঠাইয়ের সাম্প্রতিক পর্বে দেখা গেছে, মিঠাইয়ের মাথার সিঁদুর অদ্ভুতভাবে মাথায় লেপ্টে রয়েছে। এই দৃশ্য দেখে অনেকের‌ই মনে কু-ভাবনা উঁকি দিয়েছে। তাহলে কী এবার রোম্যান্স ফিরতে চলেছে উচ্ছে-মিঠাইয়ের জীবনে। অনেকেই আবার বলছেন, যা গরম পরেছে তাতে সিঁদুর গলে যাওয়া খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। এবার দেখা যাক দর্শকদের জন্য কী চমক অপেক্ষা করছে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।