জি বাংলার মিঠাই রানী এখন দর্শকদের ড্রয়িং রুম থেকে তাদের মনে পৌঁছে গেছে। মিঠাইয়ের ছটফটে চঞ্চল স্বভাব, মিষ্টি ব্যবহার, মিষ্টি হাসি সবমিলিয়ে তাকে ১০০ তে ১০০ দেয় ভক্তরা। তার সঙ্গে একান্নবর্তী একটি শ্বশুরবাড়িতে এই ছোট্ট মেয়ে যেভাবে সামনে রেখেছে তা সত্যি প্রশংসনীয় বলে মনে করে দর্শকরা। অন্যদিকে নিজের স্বামী উচ্ছে বাবুকে তেতো স্বভাব থেকে একেবারে পাল্টে মিষ্টি স্বভাবের বানিয়ে ফেলেছে সে। সেটাও কৃতিত্বের দাবি রাখে।
সব মিলিয়ে মিঠাই রানীর কোনও খুঁত নজরে পড়ে না দর্শকদের। তার উপরে ধারাবাহিকে নেই কোন পাঁচমিশালী বা আজগুবি গল্প। সাংসারিক কোন ঝামেলা অশান্তি দেখানো হয় না এখানে। তাই সহজেই সেটা দর্শকদের মন জয় করে নিতে পেরেছে।
তবে এটাই কিন্তু মিঠাই অর্থাৎ সৌমীতৃষার প্রথম কাজ নয়। যদিও এই চরিত্রের মতো জনপ্রিয় সে অন্যান্য চরিত্রগুলিতে হতে পারেনি তবে একেবারেই নবাগতা অভিনেত্রী নয় সৌমী। যারা এই নায়িকার ভক্ত তারা জানে নায়িকা এর আগে কনে বউ, গুরুদক্ষিণা, গোপাল ভার, জয়কালী কলকাত্তাওয়ালী, অলৌকিক লৌকিক সিরিয়ালে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন।
কনে বউ সিরিয়ালের একটি ভিডিও সামনে এসেছে হঠাৎ করে। জি বাংলার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নিজস্ব পেজে এই ভিডিও শেয়ার করেছে। তাতে মিঠাইকে দেখা গিয়েছিল এক অজ্ঞ গ্রামের মেয়ে হিসেবে। তবে সেই ভিডিও দেখে মিঠাইয়ের ভক্তরা বেশ রেগে গেছে। কেনো?
আসলে ভিডিওতে দেখা গেছে মিঠাই ল্যাপটপ শব্দটা উচ্চারণ করতে জানে না এবং পারছে না। তার স্বামী অভিনেতা গৌরব মণ্ডল যতবার তাকে বলছে ওটা ল্যাপটপ, কম্পিউটার ততবার সে বলছে ওটা পটপট। আর ততবার রেগে যাচ্ছে তার পর্দার স্বামী।
এ নিয়ে মিঠাই ভক্তরা প্রশ্ন করেছে কেন মিঠাইকে এমন অশিক্ষিত চরিত্র বারবার দেওয়া হয়। ল্যাপটপকে একবার বলছিল পটপট আর এবার এই সিরিয়ালে বলছে লটপট। এমনটা কেন বারবার যাওয়া হচ্ছে বেছে বেছে সৌমীকেই? যদিও মিঠাই রানীর ওই চরিত্র দেখে বাকিরা ভীষণ হেসেছে।