বাংলা টেলিভিশনের এখন এক জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে তিয়াসা লেপচা। তার আসল বাড়ি গোবরডাঙ্গাতে হলেও বর্তমানে কাজের সূত্রে তিনি কলকাতার বাসিন্দা। সম্প্রতি নিজের একটি নতুন বাড়ি করেছেন আর সেটিকেই সাজাতে ব্যস্ত অভিনেত্রী। তবে সাধারণ মানুষের মতোই অভিনেতা অভিনেত্রী রাও এই পূজোর চারটে দিন বেশ অন্যরকম করেই কাটান।
আর তাই নিয়ে অভিনেত্রী এদিন তার পূজো পরিকল্পনা জানালেন এক সংবাদ মাধ্যমকে, অভিনেত্রী বলেন, পঞ্চমী পর্যন্ত কয়েকটা পূজো উদ্বোধন রয়েছে তারপরে এই চলে যাব পরিবারের কাছে গোবরডাঙ্গায় সেখানেই চারটে দিন কাছের মানুষের কাছে আনন্দ করে কাটাবো। তারপরেও অভিনেত্রী বলেন,’আমি আগাগোড়াই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। পুজোর সময় নিজের জায়গায় যাব না? পারিবারের মানুষদের সঙ্গে সময় কাটানোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে।’
View this post on Instagram
অভিনেত্রী আরো বলেন, ‘আমি আগাগোড়াই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। পুজোর সময় নিজের জায়গায় যাব না? পারিবারের মানুষদের সঙ্গে সময় কাটানোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে।’
View this post on Instagram
প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি তে শ্যামার চরিত্রে অভিনয় করে অভিনেত্রী জনপ্রিয় হন সেই ধারাবাইকে তিনি অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্যের বিপরীতে। অভিনয় করতে করতেই চলতি বছরে অভিনেত্রীর স্বামী অভিনেতা সুবান রয়ের সঙ্গে বিছেদ হয়ে যায়। তাই তাকে ছাড়া এই বছর প্রথম পুজো কাটাবেন অভিনেত্রী সেই নিয়েও তিনি বলেন,’একসঙ্গে আমরা ভালো ছিলাম না। ভালো থাকার জন্যই দু’জনে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। তা হলে আর সেটা নিয়ে মন খারাপ করা তো নিরর্থক। তাই না?’