জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাঙালি বাড়িতে ছবি থাকে রবীন্দ্রনাথ-নজরুলের! মোদক পরিবারে জীবনানন্দ দাশেরও ছবি রয়েছে, ‘এটাই মোদক পরিবারের বাঙালিয়ানা’, স্তম্ভিত দর্শকরা

মিঠাই ভক্তদের দাবি তাদের সিরিয়াল টা সবসময় আলাদা অন্যান্য সিরিয়ালের থেকে।সত্যি কথা বলতে জিবাংলা এবং স্টার জলসার যে কোন সিরিয়ালের মধ্যে যে সিরিয়ালের সব থেকে বেশি বাঙালিয়ানা দেখানো হয় সেটা হল মিঠাই। এটা কিন্তু মানতেই হবে। আর এবার ধারাবাহিকে এমন একটা দৃশ্য দেখা গেল যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।

সাধারণত বাঙালি বাড়িতে ছবি থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের। কোন কোন বাড়িতে কাজী নজরুল ইসলামেরও ছবি থাকে।বাংলা সাহিত্যের ক্ষেত্রে দের অবদান আমরা সকলেই জানি তাই এই দুইজন শিল্পীকেই আমরা প্রায় ভগবান হিসেবে মানি। কিন্তু এছাড়াও বাংলা সাহিত্যের প্রচুর রত্ন ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন এবং আছেন গোটা বাংলা জুড়ে। তবে বাঙালিদের কাছে পূজ্য শুধু মাত্র এই দুজন।

কিন্তু মিঠাই ধারাবাহিক তো সকলের থেকে আলাদা। গতকাল ধারাবাহিকের শুরুতে আমরা দেখি নতুন বউ কে ইমপ্রেস করার জন্য জীবনানন্দ দাশের কবিতা নিজের লেখা বলে চালিয়ে দিয়েছিল সন্দীপ আর সেটা শুনেই হল্লা পার্টি ঢুকে সন্দীপকে বেজায় মারধর করে (অবশ্যই মজা করে)। তারপর দেখা যায় যে হল্লা পার্টি জীবনানন্দ দাশের একটি বড় বাঁধানো ফটোগ্রাফ এবং তার লেখা কবিতার বই নিয়ে এসে সন্দীপকে দিয়ে ক্ষমা চাওয়ায়।স্বামী দোষ করেছে বলে বউয়েরও দোষ হবে তাই পিংকি সিরিয়ালের বৌমার মত জীবনানন্দ দাশের ছবি সামনে বসে ক্ষমা চায়।
pinky mithai jibananda das

যদিও গোটা বিষয়টাকে নিয়ে অনেকেই ট্রোলিং করেছেন তবে মিঠাই ভক্তরা বলছেন অন্য কথা।তারা বলছেন যে প্রত্যেক বাঙালি বাড়িতে আমরা দেখেছি রবীন্দ্রনাথের ছবি আছে এবং কিছু বাঙালি বাড়িতে কাজী নজরুল ইসলামের ছবি থাকে।কিন্তু এই প্রথম কোন বাঙালি বাড়িতে দেখলাম জীবনানন্দ দাশের ছবি রয়েছে অর্থাৎ মিঠাই বাংলার সমস্ত সাহিত্যিককেই সম্মান দেয়‌।

Piya Chanda