জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার দেবের গানে নাচ! “মিঠাই”য়ের নীপার নিপাট সরল লুক থেকে বেরিয়ে ছোট পোশাকে উদ্দাম নেচে ভাইরাল ঐন্দ্রিলা সাহা

বাংলা ধারাবাহিক হিসেবে মিঠাই ভালবাসে না এমন বাঙালি দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। ধারাবাহিকে শুরুর সময় থেকে নিয়মিত মানুষকে বিনোদন যুগিয়ে চলেছে উচ্ছে বাবু এবং মিঠাইয়ের মোদক পরিবার। এর পাশাপাশি রয়েছে আরও কিছু চরিত্র যাদের উপস্থিতিতে ধারাবাহিক জমজমাট হয়ে উঠেছে।

তেমন একটি চরিত্র হলো নিপা। এই চরিত্রে অভিনয় করছে ডান্স বাংলা ডান্স খ্যাত ঐন্দ্রিলা সাহা। ঐন্দ্রিলা শিশুশিল্পী হিসেবে বাংলা টেলিভিশনের পর্দায় এক রিয়্যালিটি শোয়ের মাধ্যমে ডেবিউ করেছিল। তারপরই টেলিভিশনের পর্দায় একের পর এক কাজের সুযোগ পাচ্ছে সে। মিষ্টি স্বভাবের এই মেয়েটিকে বহু মানুষ ভালোবাসে এবং নিয়মিত ফলো করে সোশ্যাল মিডিয়ায়।

ঐন্দ্রিলা নিজেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। মাঝে মাঝে নিজের কিছু ছবি এবং ভিডিও আপলোড করে থাকে সে। কয়েকদিন আগেই নায়িকার জন্মদিন গেল। সে সময়ও নায়িকা নিজের অনুরাগীদের জন্য বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করতে ভোলেনি।

ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হয়ে চমক লাগিয়েছিল ঐন্দ্রিলা। তারপর ওই অনুষ্ঠানেই শিশু সঞ্চালিকা রূপে এসে সকলের প্রশংসা কুড়িয়ে নেয় ঐন্দ্রিলা। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে বিভিন্ন চরিত্রে। তারপর বর্তমানের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের সব থেকে ছোট সদস্য সে। তাই সকলের আদরের এবং সকলের সঙ্গে ভালো সম্পর্ক।

তবে এবার ঐন্দ্রিলা ভাইরাল হলো একটি অন্য কারনে। নিপার সাদামাটা লুক থেকে বেরিয়ে একেবারে অন্য লোকের নিজেকে ধরা দিল সোশ্যাল মিডিয়ায়। শাড়ি এবং চুড়িদার পরা লুক আর নেই তার। মিঠাই ভক্তরা এই ভিডিওটি অবশ্যই দেখবেন।

ছোট ওয়েস্টার্ন পোশাকে নাচ করছে নিপা। ধূসর রঙের স্লিভলেস টপ এবং কালো শর্ট স্কার্ট পরেছে সে। অভিনেতা দেবের সিনেমার একটি জনপ্রিয় গান “চোর পুলিশের পিরিত জমেছে” এর তালে নাচ করলো ঐন্দ্রিলা। এই ভিডিওটি নায়িকা ইনস্টাগ্রামে আপলোড করেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page