Connect with us

  Bangla Serial

  Mithai: নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজেই নিজেকে গুলি করবে মিঠাই! হাসপাতালে নিয়ে গেলে জানা যাবে মিঠাই মৃ’ত! রোমহর্ষক পর্ব ফাঁস

  Published

  on

  মিঠাই’ এবার শেষের পথে। কিন্তু এই শেষটা কেমন হতে চলেছে, তা নিয়ে থাকছে বেশ কিছু প্রশ্ন। বর্তমানে সৌমীতৃষা অসুস্থ, তাই অনেকেরই মনে হচ্ছে, হয়তো সৌমী ‘মিঠাই’ থেকে বিদায় নেবে। তাহলে কি ‘মিঠাই’তে অন্য নায়িকা আসছে? নাকি মিঠাই’এর মৃত্যু দিয়ে শেষ হতে চলেছে এই ধারাবাহিক? থাকছে নানান প্রশ্ন। এবার সেই জটলাই খুলল। বর্তমানে একের পর এক ধারাবাহিক টিআরপির অভাবে কিছু মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। তার বদলে আসছে নতুন ধারাবাহিক।

  সেই জায়গায় দাঁড়িয়ে তিন বছর ছুঁতে চলল ‘মিঠাই’। দুষ্টু – মিষ্টি মেয়ের চটাং চটাং কথা, ভাঙাচোরা ইংরেজি শব্দ, অসাধারণ অভিনয় দক্ষতা জনপ্রিয় করেছিল মিঠাইকে। তবে এবার শোনা যাচ্ছে, চলতি মাসেই ইতির খাতায় নাম লেখাবে এই মেগাও। তবে মিঠাই’এর শেষ ঠিক কিভাবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। মিঠাই’এর শেষ কি স্যাড এন্ডিং হতে চলেছে নাকি মিঠাই-সিডের মিল হওয়ার সাথেই ইতি হবে এই ধারাবাহিক।

  তবে মিঠাই যতই শেষের দিকে এগোচ্ছে গল্প ততই ইন্টারেস্টিং হচ্ছে। বর্তমানে গল্প ঘুরেছে মিঠাই’এর ননদ নিপা ও রুদ্রের দিকে। পাশাপাশি মিঠাই’তে বেশ কিছু নতুন নায়িকার এন্ট্রি হচ্ছে। তবে কি সৌমীর বদলে আসছে কোনও নতুন নায়িকা? আমরা দেখেছি, রুদ্র ও নিপার মাঝে বেশ কিছুটা দূরত্ব তৈরী হয়েছে। আর তারপরই দেখা যায়, রুদ্র ও নিপার জীবনে নেমে এল বড় বিপদ। দেখা যায়, রুদ্র নিপার বন্ধুদের পছন্দ করে না, আর তা নিয়ে নিপার সঙ্গে রুদ্রের সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে।

  tollytales whatsapp channel

  আর তারপরই মিথ্যে খুনে ফেঁসে গেল নিপা। আর এই চক্রান্ত নিপার কোনো বন্ধুরও হতে পারে। সানির চক্রান্তে প্রজ্ঞার খুনে ফেঁসে যায় নিপা। স্বাভাবিকভাবে নিপা খুনের দায়ে জেলে যায়। আর তারপরই সিড আর রুদ্রের মধ্যে বচসা শুরু হয়। আর নিপাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিড। সিড রুদ্রকে নিপাকে বাঁচানোর জন্য অন্যান্য উঁচু পোস্টের পুলিশের সাথে কথা বলতে বলে আর রুদ্র তাতে রাজি হয় না। সেই রাগে সিড-রুদ্রর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।

  আর রুদ্রকে বাঁচাতে মিঠাই নিজের কপালে বন্দুক ধরে আর সিডকে বলে রুদ্রকে যেন ছেড়ে দেয়। রুদ্রকে বাঁচাতেই মিঠাইয়ের গুলি লাগে। মিঠাই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা যায়, মিঠাই মৃত।

  তবে আসলে মিঠাই রানী মারা যায়নি। মৃত্যুর নাটক করে আসল খুনিকে সামনে আনবে মিঠাই। এভাবেই গল্পটি এগোবে। কি হতে চলেছে সিরিয়ালের পরবর্তী পর্বে? কিভাবে মিঠাই সকল সত্য সামনে আনবে? এবার তাই দেখার।