হয়ে গেল হাফ সেঞ্চুরি, মিঠাই দর্শকদের জন্য আজ খুব আনন্দের দিন। 50 বারের মতো টিআরপি রেটিং লিস্টে প্রথম স্থান দখল করল আমাদের মিঠাই রানী।বোঝাই যাচ্ছে শুটিং সেটে আজ কু রকম সেলিব্রেশন হতে চলেছে। দুর্দান্ত ফলাফল করেছে গৌরী এলো, উঠে এসেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে মন ফাগুন চতুর্থ স্থানে রয়েছে। একটুর জন্য স্লটহারা হলো লালকুঠি। এই সপ্তাহে আয় তবে সহচরী কে হারিয়ে দিয়েছে আমাদের এই পথ যদি না শেষ হয়।
চমক দেখাচ্ছে খেলনা বাড়ি। সেইসঙ্গে উড়ন তুবড়িও জ্বলছে। এবার পিলু গোধূলি আলাপকে ভালোমতো হারিয়েছে।সব মিলিয়ে টিআরপি রেটিং চার্টে একটু উলটপালট হয়েছে তবে আগের সপ্তাহ থেকে সকলেরই নম্বর কমেছে।
আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি রেটিং।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• মিঠাই ৭.৮
২য় •• গাঁটছড়া / গৌরী এলো ৭.৩
৩য় •• ধুলোকনা ৭.২
৪র্থ •• মন ফাগুন ৭.০
৫ম •• আলতা ফড়িং ৬.৮
5:00 PM : খেলাঘর (১.৫)
5:30 PM : গুড্ডি (২.৬) | দিদি No.1 S9 (২.৬)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৩) | পিলু (৩.৯)
6:30 PM : বৌমা একঘর (৩.৮) | খেলনা বাড়ি (৫.৫)
7:00 PM : গাঁটছড়া (৭.৩) | উমা (৬.০)
7:30 PM : আলতা ফড়িং (৬.৮) | গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৭.২) | মিঠাই (৭.৮)
8:30 PM : মন ফাগুন (৭.০) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.২)
9:00 PM : আয় তবে সহচরী (৫.২) | এই পথ যদি না শেষ হয় (৫.৭)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৫.৫) | লালকুঠি (৫.৪)
10:00 PM : গঙ্গারাম (৩.৭) | উড়ন তুবড়ি (৪.৫)
10:30 PM : গ্রামের রানী বীণাপাণি (২.৯) | যমুনা ঢাকি (২.৬)
11:00 PM : জয় গোপাল (১.৯) | মঙ্গলময়ী সন্তোষী মা (১.৯) [Last Week]
রান্নাঘর (১.১)
দাদাগিরি S9 (৫.০)
দাদাগিরি S9 (৬.৯) [Grand Finale]
দিদি No.1[SUN] (৪.৯)
Ismart Jodi (৩.৩)