জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লোকনাথ বাবার তিরোধান দিবসে ভক্তিভরে লোকনাথ বাবার পুজো করছে মিঠাই রানী! ভাইরাল সৌমিতৃষার পুজোর ছবি

আজ ৩রা জুন, বাংলা ক্যালেন্ডারে ১৯শে জ্যৈষ্ঠ। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। সকাল থেকে বাংলার প্রত্যেক হিন্দু বাঙালি বাড়িতে আয়োজন হচ্ছে লোকনাথ বাবার পুজোর। আজকের দিনে লোকনাথ বাবার ধুমধাম করে পূজা করা হয়। তবে সেলিব্রিটিরাও বাদ থাকেন না।

আমরা সবাই জানি যে মিঠাই গোপাল ভক্ত। মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের জয় গোপাল সম্পর্কে সবাই জানি‌। কিন্তু মিঠাই আসলে প্রকৃত ঠাকুর ভক্ত। আজ লোকনাথ বাবার তিরোধান দিবসে মিঠাই বাড়িতেই লোকনাথ বাবার পুজো সেরে শুটিংয়ে বেরোল।

গোলাপি রঙের পোশাক পরে লোকনাথ বাবার উদ্দেশ্যে ধূপ দেখাচ্ছে সৌমি, এরকমই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সে। তারপরে ভাইরাল হয়ে গেছে তার এই ছবি এবং সকলেই সৌমিতৃষাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এই জন্য যে এত বড় নায়িকা হয়েও পুজো দিয়ে বেরোতে ভোলেনি সে।

Piya Chanda

                 

You cannot copy content of this page