জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এই প্রথম রাজের ছবি নন্দনে, সৃজিত সেটাও চায়না’! বললেন রাজ, নন্দনকে জবাব তলব সৃজিতের, রাজ চক্রবর্তীকে পাল্টা উত্তর দিলেন পরিচালক

দুজনেই টলিউডের প্রথম সারির পরিচালক। তবে সৃজিত মুখার্জী শুধু টলিউড নয় এর মধ্যেই বলিউডেও পরিচালনার কাজ সেরে ফেলেছেন। তবে এর মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়লেন দুজন।

বিষয়টা অবশ্যই সিনেমা। কিছুদিন আগে অপরাজিত সিনেমা মুক্তির সময়ে নন্দনে হল না পাওয়া নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার আবার বিতর্কে মুখোমুখি হলেন রাজ চক্রবর্তী এবং সৃজিত মুখোপাধ্যায়। তিন বছর পর রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা হাবজি গাবজি মুক্তি পেতে চলেছে। কিন্তু তার আগেই ছন্দপতন।

নন্দনে ঠাঁই পেয়েছে হাবজি গাবজি। কিন্তু সৃজিত মুখার্জী পরিচালিত সিনেমা x= Prem স্থান পায়নি সেখানে। এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

বৃহস্পতিবার সৃজিত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেন একই দিনে মুক্তি পাচ্ছে দুটি বাংলা সিনেমা। দুজনেই নন্দন ১ এর জন্য আবেদন করেছিলেন কিন্তু মাত্র একটি ছবি ছাড়পত্র পেয়েছে। আদর্শগত এবং ন্যায় সম্মতভাবে দুটি ছবি ছাড়পত্র পাওয়ার কথা নয়তো কোনোটাই নয়। কিন্তু সেটা হলো না। কেন? কারণ যদিও সব ছবির সমান কিন্তু কিছু ছবি অন্যদের তুলনায় বেশি সমান।

এর যথাযথ উত্তর দিলেন রাজ চক্রবর্তী। পরিচালকের বক্তব্য এই প্রথমবার নন্দনে তাঁর সিনেমা মুক্তি পেতে চলেছে। সেটা নিয়ে তিনি খুবই উত্তেজিত। কিন্তু সৃজিত রিলিজের সময় এসব বলে একটা বিতর্ক তৈরি করতে চাইছে। কিন্তু ছবি শেষ কথা বলবে।

এরপর সিনেমার মুক্তির দিন সৃজিত মুখোপাধ্যায় লাইভে এসে বললেন হাবজি গাবজি নন্দনে মুক্তি পাচ্ছে সেটা নিয়ে তিনি খুব খুশি। তিনি রাজের ছবি নন্দনে মুক্তি পায় এটা চান না, এই অভিযোগ মিথ্যা।

নন্দন কর্তৃপক্ষের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের কথা হওয়ার পর যখন রাজকে ফোন করেন তখন রাজ জানিয়েছিলেন তিনি জানেন না কেন একটি সিনেমা নির্বাচিত হল কিন্তু অপরটি হলো না। সে সময় রাজ যথেষ্ট উদারতার পরিচয় দিয়ে বলেছিলেন তিনি নিজের সিনেমা তুলে নিচ্ছেন, তার জায়গায় সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা চালাতে। কিন্তু সেটাও ভুল বলে মনে করেন সৃজিত মুখোপাধ্যায়। কলেজ পড়ুয়াদের নিয়ে তিনি এই সিনেমাটি বানিয়েছিলেন। তাই নন্দনের মুক্তি পাওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page