বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই দারুন জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকের কাছে। একটা সময় ৫৬ বার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিল এই একটি ধারাবাহিক। কিন্তু বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি পয়েন্ট অনেকটাই কমে গেছে। কিন্তু দর্শকদের মধ্যে জনপ্রিয়তা একদমই কমে যায়নি মিঠাইয়ের।
তবে টিআরপি তালিকায় আবার নিজেদের স্থান ফিরিয়ে আনার জন্য ধারাবাহিকের গল্প একেবারেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে স্লটও পরিবর্তন করে দেওয়া হয়। প্রসঙ্গত গল্পে মিঠাই চরিত্রটি মারা গেছে দেখানো হয় এবং সেই জায়গায় মিঠি বলে আর একজনের প্রবেশ হয়। যাকে দেখতে একেবারে মিঠাইয়ের মত। তারপর থেকেই দর্শকদের মনে একের পর এক প্রশ্ন উঠতে থাকে। মিঠি কি আসলে মিঠাই? নাকি দুজনে একেবারেই আলাদা। কিন্তু সেই সঙ্গে দর্শকদের মধ্যে থেকে একটি আবেদন উঠছিল যে আবার যেন ধারাবাহিকে মিঠাই চরিত্রটিকে ফিরিয়ে আনা হয়।
তবে গল্প যেদিকে এগোচ্ছিল তাতে দর্শকরা মনক্ষুন্ন হয়েছিল তাদের মনে হচ্ছিল যে আর হয়তো ফিরিয়ে আনা হবে না মিঠাইকে। এর মধ্যে দর্শকদের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়ে নতুন বছরের নতুন প্রমো সামনে আনা হলো মিঠাইয়ের। যেখানে দেখা যাচ্ছে পুরনো মিঠাই ফিরে এসেছে। সেটাও আবার সিদ্ধার্থের সামনে।
প্রসঙ্গত ওই প্রমো ভিডিওটিতে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মিঠাইকে যেখানে হারিয়ে ফেলেছিল অর্থাৎ সেই আগুন লাগার জায়গাটায় যায় এবং কিছুটা বালি হাতে নিয়ে বলতে থাকে যে এতদিন হয়ে যাওয়ার পরেও সে মিঠাইয়ের মৃত্যু রহস্যর সমাধান করতে পারল না যার জন্য সে মিঠাই এর কাছে ক্ষমা চায়। আর সেই মুহূর্তে কেউ একজন সেখানে এসে দাঁড়ায়।তখন সিদ্ধার্থ দেখে সেখানে মিঠাই এসে দাঁড়িয়েছে। এবং সে সিদ্ধার্থকে বলে যে ‘এবার সব রহস্যের সমাধান হবে উচ্ছেবাবু।’