জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মিঠিঝোরা’র ‘শৌর্য’কে ভুলিয়ে এবার সম্পূর্ণ নতুন অবতারে সপ্তর্ষি! দর্শকের ভালোবাসায় নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় ফিরছেন তিনি! নায়িকা চরিত্রে দারুণ চমক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) দিয়ে নায়কের ভূমিকায় সফর শুরু করেছিলেন অভিনেতা ‘সপ্তর্ষি রায়’ (Saptarshi Roy)। তবে গল্পের মোড় ঘুরতে না ঘুরতেই নায়কের অনুভূতি কমতে শুরু করে, পরে তাঁকে দেখা যায় পার্শ্বচরিত্রে। যদিও স্বল্প সময়ের জন্য দেখা গেলেও দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নেয় ‘শৌর্য’ চরিত্রে। তাঁর সংলাপ, ব্যক্তিত্ব, এবং অভিনয়ের গভীরতা, সব মিলিয়ে দর্শক তাঁর সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন খুব অনায়াশেই। ঠিক তখনই হলো ছন্দপতন! মার্চ মাসের শুরুতেই নিজের ইনস্টাগ্রাম পোস্টে ‘মিঠিঝোরা’ থেকে বিদায়ের খবর দেন সপ্তর্ষি।

কিছু ছবির কোলাজ শেয়ার করে জানান, ‘ভালো থেকো শৌর্য’, সেই থেকেই কার্যত মনখারাপ ভক্তদের। অনেকেই ভেবেছিলেন, হয়তো অন্য কোনও বড় কাজের জন্য তিনি নিজেই সরে এসেছেন। আবার কেউ কেউ ভাবছিলেন, ধারাবাহিকের গল্পে পরিবর্তনের কারণেই তাঁর স্ক্রিনটাইম কমে এসেছে, আর সেই জন্যই এমন সিদ্ধান্ত। যদিও শেষমেশ সপ্তর্ষি নিজেই জানান, আপাতত এখন কোনো ধারাবাহিকে তাঁকে দেখা যাবে না। স্বাভাবিকভাবেই একরাশ হতাশা গ্রাস করেছিল ভক্তদের।

‘শৌর্য’-র সফর ছোট ছিল ঠিকই, কিন্তু একেবারে চলে যাওয়ার সেই অভাব যেন শূন্যতা তৈরি করে দর্শকদের মনে। তবে এতকিছুর মধ্যেওএকটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—তাহলে এবার কোথায় দেখা যাবে সপ্তর্ষিকে? সত্যিই কি তিনি আর ধারাবাহিকে ফিরবেন না? অবশেষে সেই সব প্রশ্নের উত্তর মিলল। তবে এবার আর কোনও পার্শ্বচরিত্র নয়, একেবারে নায়কের ভূমিকায় ফিরছেন তিনি। হ্যাঁ, আবারও এক নতুন চরিত্রে আসতে চলেছেন সপ্তর্ষি রায়।

জানা গিয়েছে, ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় আসছে জি বাংলার এক নতুন ধারাবাহিক। যেখানে মায়ের সঙ্গে দুই ছেলের সম্পর্ক ঘিরে আবর্তিত হবে কাহিনি। আর সেই দুই ছেলের মধ্যে বড় ছেলের চরিত্রেই থাকবেন সপ্তর্ষি রায়। মায়ের চরিত্রে থাকবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অঞ্জনা বসু। এখানেই শেষ নয় চমক! ছোট ছেলের চরিত্রে থাকবেন ‘অনুপমার প্রেম’ খ্যাত আর্য দাশগুপ্ত। দুই ভাই আর এক মায়ের সম্পর্কের টানাপোড়েনেই গড়ে উঠবে নতুন গল্প, পাশাপাশি রয়েছে প্রেমের জটিলতাও।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ১ কেজি ওজন না কমালে শেষ স্বপ্ন! শালিনীর ফাঁদে পড়ে কি ছিটকে যাবে ফুলকি ফাইনাল থেকে? কী হবে এবার?

ইন্ডাস্ট্রি জুড়ে গুঞ্জন, এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে থাকছেন তানিষ্কা তিওয়ারি। ‘গাঁটছড়া’ ও ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর মতো ধারাবাহিকে দেখা গেলেও, এই প্রথম বার তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যাবে। সপ্তর্ষি বা আর্যর সঙ্গে জুটি বেঁধে কীভাবে তিনি দর্শকের মন জয় করেন, তা এখন সময়ই বলবে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমোর শুটিংও শেষ হয়ে গিয়েছে বলে খবর। খুব শিগগিরিই তা দর্শকদের সামনে আসবে টিভির পর্দায়। সপ্তর্ষির ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে এক বড় উপহার। মার্চে যিনি বলেছিলেন, “আবার আসিব ফিরে”—তিনি কথা রেখেই ফিরছেন।

Piya Chanda