জি বাংলার(zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’(Mithijhora) শুরু থেকেই দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে। তিন বোন রাই, নীলু ও স্রোতের সম্পর্কের টানাপোড়েন, আত্মত্যাগ ও নারীর ক্ষমতায়নের গল্প এই সিরিয়ালের মূল আকর্ষণ। প্রথমদিকে রাই তার নিজের সুখ বিসর্জন দিয়ে ছোট বোন নীলুর বিয়ে ঠিক করে, যা দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। পরবর্তীতে তার জীবনে আসে অনির্বাণ, কিন্তু পরিস্থিতির চাপে তাদের সম্পর্কেও জটিলতা তৈরি হয়।
ধারাবাহিকের সাম্প্রতিক কাহিনিতে দেখা যায়, নানা প্রতিকূলতা কাটিয়ে রাই ও অনির্বাণ অবশেষে এক হয়েছে। বিয়ের পর তারা মধুচন্দ্রিমায় যায়, যেখানে তারা নিজেদের নতুন জীবনের পরিকল্পনা করতে শুরু করে। রাই নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখে, আর অনির্বাণ প্রতিশ্রুতি দেয়, সে আর কখনো রাইকে একা ফেলে যাবে না। কিন্তু তাদের সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
মধুচন্দ্রিমার সময় আচমকাই ঘটে যায় অঘটন! গভীর জঙ্গলে ঘুরতে গিয়ে একদল বন্য হাতির সামনে পড়ে যায় অনির্বাণ। বিশাল এক হাতি আচমকাই তাকে আঘাত করে ফেলে দেয়, আর সে গুরুতর আহত হয়। রাই আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তখনই চিকিৎসকরা জানিয়ে দেন, অনির্বাণের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনার পর রাই ভেঙে পড়ে। তার মনে পড়ে যায়, কতটা কষ্টের পর সে ও অনির্বাণ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সে ভাবে, অনির্বাণ যদি আর ফিরে না আসে, তাহলে কী হবে? শৌর্য্য, যে একসময় রাইকে ভালোবাসত, এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ায়। ফলে গল্পে নতুন মোড় আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ আদৃতের জন্য গান গাইলো অনস্ক্রিন ছেলে শাক্য ওরফে ধৃতিষ্মান! ছেলের গান শুনে কী বলল ‘মিঠাই’-এর সিদ্ধার্থ?
অনির্বাণ কি শেষ পর্যন্ত বেঁচে ফিরবে? নাকি তার মৃত্যু হবে মিঠিঝোরা-র গল্পকে নতুন দিক দেখাবে? দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, এবার কি রাই-শৌর্য্যের পুরনো সম্পর্ক আবার ফিরে আসবে? অনির্বাণের মৃত্যুর মাধ্যমে কি সিরিয়ালের মোড় ঘুরবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। আপাতত দর্শকরা শ্বাসরুদ্ধকর মুহূর্তের জন্য অপেক্ষা করছেন!