জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আদৃতের জন্য গান গাইলো অনস্ক্রিন ছেলে শাক্য ওরফে ধৃতিষ্মান! ছেলের গান শুনে কী বলল ‘মিঠাই’-এর সিদ্ধার্থ?

‘মিঠাই’ (Mithai), এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিল এই সিরিয়াল। জি বাংলার সিরিয়ালের (serial) সকল কলাকুশলীদের আজও মনে রেখেছে বাংলার দর্শকেরা। বাহুল্য এই ধারাবাহিকের মাধ্যমেই ব্যাপক প্রচারের আলোয় এসেছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এছাড়াও সিদ্ধার্থ অর্থাৎ আদৃতও অফুরন্ত ভালোবাসা পেয়েছে এই সিরিয়ালে।

আশা করা যায় এই সিরিয়ালকে এখনো ভোলেনি বাংলার দর্শকেরা। এক কথায় বলা যায়, সিদ্ধার্থ মোদক এবং মিঠাইয়ের জুটি সকল জুটির মধ্যে অন্যতম হিট জুটি। এই ধারাবাহিকে সকল জুটির মধ্যে আলাদাভাবে নজর কেড়েছিল ছোট্টো সিদ্ধার্থ অর্থাৎ যে কিনা সিডের ছেলের চরিত্রে অভিনয় করেছিল। এই শিশু শিল্পীর নাম ধৃতিষ্মান চক্রবর্তী।

মিঠাই ধারাবাহিক শেষ হয়েছে আজ প্রায় দু বছর হয়ে গেল। কিন্তু, অনস্ক্রিন সেই বাবা-ছেলের সম্পর্ক রয়ে গেছে আজও অটুট। বাস্তবে ধৃতিষ্মানকে একেবারে সন্তানসম স্নেহ করেন আদৃত। আদৃতের মতই তাঁর আন স্ক্রিন ছেলে খুব ভালো গান গায়। আর এই কারণেই ধৃতিষ্মান খোলা গলায় সোশ্যাল মিডিয়ায় গান গেয়েছে আদৃতের উদ্দেশ্যে।

আদৃত এবং ধৃতিষ্মানের মধ্যে নেই কোনো রক্তের টান তবুও তাঁদের মধ্যে মিল রয়েছে বেশ। ধৃতিষ্মান সেদিন ফেসবুক লাইভে এসে আকৃতির উদ্দেশ্যে গান গেয়ে চমকে দিয়েছেন নেটিজেনদের। ধৃতিষ্মান ক্যাপশনে লিখেছে, “আদ্রিত আঙ্কেল এটা তোমার জন্য তোমার গান #হোশ 😎এই প্রাণবন্ত গানটির কয়েকটি লাইন সুর করার চেষ্টা করলাম”।

Piya Chanda