জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জন্মদিনে অজানা অপরাজিতা!টেকনিশিয়ানকে বিয়ে করায় এক ঘরে করে দিয়েছিল ইন্ডাস্ট্রি, নিঃসন্তান হ‌ওয়ার কষ্ট থাকলেও দম্পতির ভালোবাসা কিন্তু ঈর্ষণীয়!

টলিউডের বিনোদন জগৎ বরাবরই প্রতিভাবান অভিনেতাদের স্বীকৃতি দিয়েছে। ছোট পর্দা থেকে বড় পর্দা— দুই মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করছেন বহু শিল্পী। তাঁদের মধ্যে অন্যতম একজন অপরাজিতা আঢ্য। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা বিনোদন দুনিয়ায় তাঁর অবদান অনস্বীকার্য। কমেডি হোক বা সিরিয়াস চরিত্র, সবেতেই সাবলীল তিনি। আজও দর্শকদের ভালোবাসায় তিনি সমানভাবে জনপ্রিয়।

অভিনয়ে পথচলা শুরু হয়েছিল খুব ছোট বয়সেই। মাত্র ১৮ বছর বয়সেই বাংলা সিরিয়ালে অভিনয় শুরু করেছিলেন অপরাজিতা আঢ্য। হাওড়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছিলেন। তবে কেরিয়ারের একদম গোড়াতেই বড় সিদ্ধান্ত নেন তিনি। মাত্র এক মাসের আলাপে ১৪ বছরের বড় টেকনিশিয়ান অতনু হাজরার সঙ্গে বিয়ে করেন। সেই সময় তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পরই কলকাতায় চলে আসেন এবং দূরশিক্ষায় পড়াশোনা চালিয়ে যান।

কিন্তু বিয়ের পর বদলে যায় তাঁর জীবন। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, বিবাহিত হওয়ার কারণে তাঁকে একের পর এক সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়। একসময় কাজের অভাবে বাড়িতে বসে যেতে হয় তাঁকে। দেড় বছর পুরোপুরি ঘরবন্দি হয়ে কাটাতে হয় তাঁকে। সেই সময় ওজনও বেড়ে যায়, যা ইন্ডাস্ট্রির অলিখিত নিয়ম অনুযায়ী নায়িকার চরিত্রের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তবে সেই কঠিন সময়েও পাশে ছিলেন স্বামী ও শ্বশুর-শাশুড়ি। তাঁদের অনুপ্রেরণায় আবারও কাজে ফেরার চেষ্টা করেন তিনি।

আজ অপরাজিতা আঢ্যের জন্মদিন। ২৭ বছর ধরে দাম্পত্য জীবনে সুখে-দুঃখে একসঙ্গে কাটিয়েছেন তিনি ও অতনু হাজরা। নিঃসন্তান হওয়ার কষ্ট থাকলেও তাঁদের ভালোবাসার বন্ধন অটুট। জন্মদিনের এই বিশেষ দিনে, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে। কঠিন সময় পার করে টলিউডে নিজের জায়গা তৈরি করা অপরাজিতা আজও বাংলা বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল তারকা।

Piya Chanda