জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ে সারলেন সারেগামাপা খ্যাত শুভশ্রী দেবনাথ! টিউশন ব্যাচের প্রেমিকের গলায় মালা দিলেন তিনি

বিয়ে, যে কোনো মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়। বিশেষত আজকালকার সম্পর্ক ভাঙ্গনের যুগে কোনো নতুন সম্পর্ক স্থাপন এবং সেটাকে পরবর্তীকালে দায়িত্ব সহকারে পালন করা খুব একটা কম সাহসের কথা নয়। আর এই সবকিছুর মাঝে প্রেমের মরশুমে গত ২০ই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়লেন ‘সারেগামাপা’খ্যাত (Sa Re Ga Ma Pa) গায়িকা শুভশ্রী দেবনাথ (Subhasree Debnath)

গত বছর এই গায়িকার গানের রিয়ালিটি শো চলাকালীন তাঁর প্রেমিক হাঁটু গেড়ে প্রেম নিবেদন করেছিলেন তাঁকে। অবশেষে এই বছর দুর্গাপুরে চার হাত এক হল। শুভশ্রীর বিয়ে হয়েছে একেবারে লাভ ম্যারেজ। ধীরে ধীরে প্রেম থেকে বন্ধুত্ব আর বর্তমানে তাঁদের বিয়ের মাধ্যমে সম্পর্কের পূর্ণতা পেল। কিন্তু প্রেমটা হয়েছিল কিভাবে কেউ কি জানেন?

image 2

শুভশ্রীর জীবনে পড়াশোনা চলাকালীন একই ব্যাচে টিউশন পড়তেন আর তারপর থেকেই এই জুটি নিজেদের অজান্তেই একে অপরকে মন দিয়ে ফেলেছেন কখন তা বুঝতে পারেননি। যদিও গায়িকার বড়মশাই তাঁর থেকে মাত্র বড় এক বছরের। শুভশ্রী তার বিয়ের আগে সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সারেগামাপা এর মঞ্চে তাদের বিয়ে নিয়ে এতটাই ধুমধাম হয়েছে যে, খুব একটা বড় করে কিছুই আয়োজন করেননি। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই সেরেছেন বিয়ে।

এমনকি সারেগামাপা এর মঞ্চেই ধুমধাম করে আয়োজন করা হয়েছিল এই জুটি এনগেজমেন্ট। আংটি বদলের এই বিশেষ অনুষ্ঠানে গান ধরেছিলেন স্বয়ং কুমার শানু, গেয়েছিলেন ‘ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা..’। আবার কুমার শানু কে সঙ্গ দিয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং উদিত নারায়ন।

শুভশ্রীর বর পেশায় ইন্ডিগো বিমান সংস্থায় ফ্লাইট ডিসপ্যাচের কাজ করে। দুর্গাপুরে ছেলে হলেও কর্মসূত্রে থাকেন দিল্লিতে। নিজের কাজ এবং সংসার সামলানোর জন্য শুভশ্রীর কলকাতা-দিল্লী-মুম্বাইতে আসা-যাওয়া লেগেই থাকে। বিয়ের দিনে টুকটুকে লাল বেনারসীতে রাঙা হয়ে উঠেছিলেন গায়িকা। সঙ্গে ছিল মাথায় মুকুট, সোনার গয়না ও হাতে আলতা দিয়ে ছিমছাম সাজে অনবদ্য লুকে তৈরী হয়ে উঠেছিল শুভশ্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের ফটো সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠল নেট পাড়া।

Piya Chanda