জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora)-তে এবার ঘটতে চলেছে বড় বিস্ফোরণ! সম্প্রতি পর্বে ইতিমধ্যেই দেখা গেছে, নীলুর (Debadrita Basu) গুরুতর অভিযোগের ভিত্তিতে অনির্বাণকে (Suman Dey) জেলে পাঠানো হয়েছে। রাই (Aratrika Maity) এখনও দোটানায়, একদিকে তার নিজের বোন, অন্যদিকে তার সন্তানের বাবা! এমন পরিস্থিতিতে কি করবে সে? দর্শকদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
দর্শকদের দাবি এতদিন ধরে এত অন্যায় করেও বারবার নীলু পার পেয়ে যায় শুধু রাইয়ের জন্য। অথচ ধারাবাহিকের শুরুতেই নিজের জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছে রাই নীলুর জন্যই! কিন্তু দিন দিন নীলু এত নিচে নামছে তা আর বলার নয়। অন্যদিকে রাই বারবার তাকে শাস্তির বদলে ক্ষমাই করে যাচ্ছে। এই নিয়ে দর্শকব্ন হলে উদ্বেগের শেষ নেই।

এতদিন ধরে দিদির আবেগকে কাজে লাগিয়েছে নীলু। কিন্তু এবার তার মিথ্যের মুখোশ খুলে দিতে এগিয়ে আসে স্রোত! রাইয়ের ছোট বোন তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়— এতদিন সে ভুল পথে চলেছে। স্রোতের কথায় ধীরে ধীরে রাই বুঝতে শুরু করে সত্যিটা, কিন্তু তখন কি খুব দেরি হয়ে গেছে? অনির্বাণ কি আর ফিরে পাবে তার পরিবারের বিশ্বাস?
সম্প্রতি প্রকাশিত হয়েছে আজকের পর্বের এক ঝলক, যেখানে দেখা যাচ্ছে নীলু কারও সঙ্গে ফোনে কথা বলছে, কিন্তু রাই সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নেয়! বিস্মিত রাই বলে ওঠে, “তুই কি এবারও মিথ্যা বলছিস? মিডিয়াকে ফোন করেছিস না?” তার চোখে তীব্র প্রশ্নবোধক দৃষ্টি! তবে কি এবার নীলুর বিরুদ্ধে প্রতিবাদ করতে চলেছে রাই?
আরও পড়ুনঃ টিআরপিতে মহাবিপ্লব! শীর্ষস্থান দখলেই পরিণীতার! আউট কথা, গীতা! জলসার মান রক্ষা করছে রাঙামতি আর পরশুরাম
এই ঘটনার পর দর্শকদের মনে প্রশ্ন— এবার কি সত্যের জন্য নিজের বোনের সঙ্গ ছাড়বে রাই? নাকি দিদির আবেগে আবারও ধোঁকা খাবে? সত্যের পর্দা ফাঁস হলে নীলুর ভবিষ্যৎ কী হবে? অনির্বাণ কি ফিরে আসবে, নাকি সম্পর্কের সমাপ্তি এখানেই? উত্তরের জন্য চোখ রাখুন “মিঠিঝোরা”-র নতুন পর্বে, জি বাংলার পর্দায়, ৪ এপ্রিল রাত ১০:১৫-তে!