একটা সময় ছিল, যখন সন্ধে মানেই ছিল বেল বাজা, এক কাপ চা আর রেডিও কিংবা খবরের কাগজ। কিন্তু সময় বদলেছে। এখন সন্ধে মানেই ঘড়ি ধরে প্রিয় সিরিয়ালের সময়। ঠিক যেন পরিবারের এক সদস্যের মতোই টিভির পর্দায় ঘুরপাক খায় নানা গল্প, নানা সম্পর্কের টানাপোড়েন। এই ধারাবাহিক গুলোর চরিত্রগুলি যেন সত্যিকারের মানুষ হয়ে উঠেছে দর্শকের চোখে।
বর্তমান দিনে কর্মব্যস্ত জীবনের ফাঁকে সিরিয়ালই যেন হয়ে উঠেছে মানসিক প্রশান্তির এক মাত্র আশ্রয়। একরাশ ক্লান্তি নিয়ে ঘরে ফেরা মানুষেরা সিরিয়ালের গল্পে ডুবে গিয়ে ভুলে যেতে চান নিজের চাপ। গৃহবধূ হোক কিংবা চাকুরিজীবী—সবাই কোনও না কোনও সিরিয়ালের সঙ্গে নিজেকে মেলাতে পারেন। তাছাড়া, এই গল্পগুলোর মধ্যে দিয়ে অনেক সামাজিক বার্তাও উঠে আসে, যা দর্শকদের সঙ্গে আলাদা বন্ধন তৈরি করে।
তবে এই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতাও। প্রতিটি সিরিয়ালই নিজের অবস্থান ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। একটু এদিক-ওদিক হলেই পিছিয়ে পড়তে হচ্ছে টিআরপির দৌড়ে। তাই লেখক থেকে প্রোডাকশন হাউস—সকলেই সচেষ্ট থাকেন কনটেন্টে বৈচিত্র্য আনার জন্য। কোনও নতুন মোড়, কোনও চমকপ্রদ টুইস্ট—সবকিছুই দর্শকদের ধরে রাখার এক একটি কৌশল।
এই সপ্তাহের টিআরপি তালিকাই বলছে, কারা সেই দৌড়ে এগিয়ে আর কারা খানিকটা পিছিয়ে। প্রথম স্থানে স্থান করে নিয়েছে পরিণীতা, যার টিআরপি ৭.০। এক কথায় রাজত্ব করছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জগদ্ধাত্রী এবং ফুলকি—দু’টিরই স্কোর ৬.৮। তৃতীয় অবস্থানে পরশুরাম, যার নম্বর ৬.৫। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি (৬.৩) এবং চিরদিনই তুমি যে আমার (৬.০)।
আরও পড়ুনঃ প্রখ্যাত ফুটবলারের নাতনি মিঠিঝোরার নীলু! দাদু বিখ্যাত ফুটবলার হলেও কাউকে জানতে দেননি তিনি, অভিনেত্রীর দাদুর নাম জানলে অবাক হবেন আপনিও
চল, একবার দেখে নেওয়া যাক ৪ঠা এপ্রিল, শুক্রবারের পূর্ণাঙ্গ টিআরপি তালিকাটা –
- পরিণীতা – ৭.০
- জগদ্ধাত্রী, ফুলকি – ৬.৮
- পরশুরাম – ৬.৫
- রাঙামতি – ৬.৩
- চিরদিনই তুমি যে আমার – ৬.০
Trending ধারাবাহিক:
গৃহপ্রবেশ – ৫.৯
কোন গোপনে – ৫.৪
অন্যান্য:
আনন্দী – ২.৫
দুই শালিক – ২.৪