জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রখ্যাত ফুটবলারের নাতনি মিঠিঝোরার নীলু! দাদু বিখ্যাত ফুটবলার হলেও কাউকে জানতে দেননি তিনি, অভিনেত্রীর দাদুর নাম জানলে অবাক হবেন আপনিও

এক সময়ের ‘জয়ী’, আজ কিনা অনেক বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে চক্ষুসূল এক ব্যক্তি। কথা হচ্ছে টলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু’র (Debadrita Basu)। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।

দেবাদৃতার প্রথম সিরিয়াল ছিল ‘জয়ী’, সেই সময় থেকেই দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান। তখন তার বয়স ছিল ১৮। আর এই সিরিয়ালের পর থেকেই একে একে ভিন্ন সিরিয়ালে কাজ করে আজ ছোট পর্দার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন।

অভিনেত্রীর বাড়িতে তিনি ছাড়াও তাঁর বাবা এবং বোন অভিনয় জগতের সঙ্গে অতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত মাত্র ১৮ বছর বয়সেই জয়ী ধারাবাহিকে ফুটবলারের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এমনকি এই সিরিয়ালে তাঁর অভিনয় দেখে বোঝাই যায়নি এটা দেবাদৃতার প্রথম অভিনয়।

তবে, কেউ কি জানেন, শুধু টিভির পর্দাতেই অভিনেত্রী সঙ্গে ফুটবলের যোগাযোগ ছিল তা নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও এই খেলার সঙ্গে রয়েছে গভীর সম্পর্ক। দেবাদৃতার দাদু ছিলেন একজন প্রখ্যাত ফুটবলার, নাম বিদেশ বসু।

বিদেশ বাবুর নাতনি হয়েও অভিনেত্রী তার প্রথম সিরিয়ালে ফুটবল খেলার জন্য দাদুর থেকে কোনো প্রশিক্ষণই নেননি বরং নিজের প্রতিভার জোরেই একজন খেলোয়াড়ের চরিত্রকে সহজেই ফুটিয়ে তুলেছিলেন টিভির পর্দায়। বিদেশ বসু ছিলেন মোহনবাগানে প্রাক্তন ফুটবলার। বলাই বাহুল্য অভিনেত্রীর সেই সিরিয়াল আজও অনেক দর্শকের স্মৃতিতে রয়েছে।

Piya Chanda