জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) তে আবারও আসতে চলেছে এক রোমাঞ্চকর মোড়। ফুলকি (Devyani Mondal) আর রোহিতের (Abhishek Bose) জীবন যেন এক উত্তাল যুদ্ধক্ষেত্র, যেখানে সত্যের জয় আনতেই তারা লড়াই করে চলেছে। রুদ্ররূপের বিরুদ্ধে বারবার প্রমাণ হাতছাড়া হলেও এবার পরিস্থিতি বদলাতে চলেছে। দর্শকদের প্রতীক্ষা শেষ করে অবশেষে সামনে এল এমন এক প্রমাণ, যা ঘুম কেড়ে নেবে রুদ্ররূপের (Sudip Sarkar)।
গত পর্বেই দেখা গিয়েছিল আশিস চতুর্বেদী নামে এক পুলিশ অফিসারের সঙ্গে পরিচয় হয় দুজনের তারই সাহায্যে প্রমাণ খুঁজতে থাকে তারা। আজ প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রোহিত ও ফুলকি শেষমেশ এমন এক তথ্যের হদিস পেয়েছে যা রুদ্ররূপকে চিরতরে ফাঁসিয়ে দিতে পারে। রোহিত তার ল্যাপটপে একটি ভিডিও দেখতে পায়—সেখানে স্পষ্টভাবে ধরা পড়ে রুদ্ররূপের এক গোপন কুকীর্তি!

ফুলকি পাশ থেকে দৃপ্ত কণ্ঠে বলে ওঠে, “এবার আর কেউ ওকে বাঁচাতে পারবে না, এবার ওর শাস্তি নিশ্চিত!” এই ভিডিও ফুটেজ রুদ্ররূপের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। বহুদিন ধরে ফুলকি ও রোহিত যেসব সন্দেহ পোষণ করছিল, তা এবার বাস্তবে রূপ পেল। তাদের বিশ্বাস, এই প্রমাণ আদালতে পেশ করলেই রুদ্ররূপের মুখোশ খুলে যাবে এবং ন্যায়বিচার মিলবে।
এই প্রোমোর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে আগামী পর্বগুলোতে ফুলকির লড়াই আরও জোরালো হতে চলেছে। একের পর এক চমক, রহস্য, আর মানসিক টানাপোড়েন, সব মিলিয়ে জমে উঠবে সিরিয়ালের পরবর্তী অংশ। ফুলকি এখন আর শুধু নিজের জন্য নয়, সকল নির্যাতিতার হয়ে দাঁড়াতে চায়। তবে রুদ্ররূপের মুখোশ খুলতে কতটা সময় লাগবে?
আরও পড়ুনঃ “কে ফলো করলো, তাতে আমার কিছু যায় আসে না। অভিনয়ই শেষ কথা, ফলোয়ার নয়!”– বিস্ফোরক অভিনেত্রী চৈতি ঘোষাল!
আদালতে কি এই ভিডিও প্রমাণ হিসেবে গৃহীত হবে? নাকি আবারও রুদ্র চাল চালবে পালানোর? এই প্রোমো প্রকাশের পর দর্শকদের উত্তেজনা তুঙ্গে। তাই শেষ পর্যন্ত রুদ্রর পরিণতি কি হয় ফুলকি জয় কি এবার হবে, জানতে হলে চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায় ‘ফুলকি’-তে রোজ রাত ৭:৩০-এ।