টেলিভিশন ও সিনেমার জগতে দীর্ঘদিন ধরেই ‘চৈতি ঘোষাল’ (Chaiti Ghoshal) একটি পরিচিত নাম। অভিনয়ের প্রতি ভালোবাসা আর প্রতিভার জোরে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দা, মঞ্চ থেকে ডিজিটাল মাধ্যম, সব জায়গাতেই সমান স্বচ্ছন্দ অভিনেত্রী। যদিও সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় তাকে খুব একটা দেখা যায় না, তবে তার অনুরাগীরা এখনও তার প্রত্যাবর্তনের অপেক্ষায়।
আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ তিনি ফের বড় পর্দায় ফিরছেন এক নতুন ছবি নিয়ে। বর্তমানে নিজের নতুন ছবি নিয়েই ব্যস্ত অভিনেত্রী। ছবির প্রচার চালানোর ফাঁকেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন সমাজ মাধ্যম ও তার প্রভাব নিয়ে। প্রশ্ন করা হয়েছিল, বর্তমানে সমাজ মাধ্যমের জনপ্রিয়তা কি একজন শিল্পীর গুরুত্ব নির্ধারণ করে? অনেক তারকাই সমাজ মাধ্যমে লক্ষ লক্ষ অনুগামীদের নিয়ে গর্বিত।
তবে চৈতি ঘোষাল এই বিষয়ে একেবারে ভিন্ন মত প্রকাশ করলেন। তার স্পষ্ট বক্তব্য— “আমার কাজ অনেকেই ভালোবাসেন, তবে আমি এসব বিশেষ পাত্তা দিই না। কেউ আমাকে ফলো করল কি করল না, তাতে আমার কিছু যায় আসে না।” অভিনেত্রীর এমন মন্তব্য শুনে অনেকেই হতবাক হয়েছেন, কারণ তিনি সাধারণত বেশ সংযত ও পরিমিত ভাষায় কথা বলেন। তবে বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত চৈতি ঘোষাল।
তার কথার সারমর্ম স্পষ্ট— সমাজ মাধ্যমে জনপ্রিয়তা তার কাছে মূল বিষয় নয়, বরং কাজের মানই আসল। আসলে বর্তমান সময়ে বিনোদন দুনিয়ায় সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সের ওপর অনেকটাই নির্ভর করে তারকাদের কেরিয়ার। অনেক ক্ষেত্রেই অভিনেতা-অভিনেত্রীদের যোগ্যতার থেকেও তাদের ডিজিটাল উপস্থিতি বেশি গুরুত্ব পায়। তবে চৈতি ঘোষাল সেই প্রবণতার সঙ্গে একমত নন।
তিনি মনে করেন, একজন শিল্পীর প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত তার প্রতিভার ভিত্তিতে, অনলাইন জনপ্রিয়তার ভিত্তিতে নয়। তার এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত, অনেকে আবার মনে করছেন, বর্তমান সময়ে সমাজ মাধ্যমের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়।
আরও পড়ুনঃ অভিনয়ে আসার আগে পাল্টেছিলেন নাম! ‘পরিণীতা’ ধারাবাহিকের গোপাল ওরফে দ্রোণ মুখোপাধ্যায়ের আসল নাম জানলে চমকে যাবেন!
তবে বিতর্ক যাই হোক, চৈতি ঘোষাল নিজের অবস্থানে অনড়। তার মতে, একজন শিল্পীর আসল শক্তি তার অভিনয়, আর সেটাই দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে। আপনারাও কি অভিনেত্রীর এই মন্তব্যে একমত নাকি তাঁর কথায় রয়েছে ঈর্ষার চাপ? মতামত জানতে ভুলবেন না!