জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভিনয়ে আসার আগে পাল্টেছিলেন নাম! ‘পরিণীতা’ ধারাবাহিকের গোপাল ওরফে দ্রোণ মুখোপাধ্যায়ের আসল নাম জানলে চমকে যাবেন!

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দ্রোণ মুখোপাধ্যায় (Dron Mukherjee) ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে ‘গোপাল’ (Gopal) চরিত্রে তার অভিনয় দর্শকের মন জয় করেছে। রুক্মিণীর সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে দ্রোণের অভিনয়যাত্রা শুরু হয়েছিল আরও বহু বছর আগে। ধাপে ধাপে নিজের প্রতিভা প্রমাণ করেছেন তিনি।

যদিও কেরিয়ারের মোড় ঘুরে যায় ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের পরাগ চরিত্রের মাধ্যমে। মানালি দে’র বিপরীতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। এর পর থেকেই তাকে নিয়মিত দেখা যায় বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনয়ে নিজের জায়গা তৈরি করলেও, তার ব্যক্তিগত জীবনের একটি অজানা তথ্য অনেকেই জানেন না।

Actor Dron talk about his work industry life many more

পর্দার দ্রোণ, বাস্তবে কিন্তু এই নামে পরিচিত নন। জন্মসূত্রে তার নাম ছিল ‘প্রিয়দর্শী মুখোপাধ্যায়’। কিন্তু অভিনয় দুনিয়ায় আসার আগেই নাম পাল্টে ফেলেন তিনি। অভিনয়ের জন্য নিজের নাম বদলানোর ঘটনা খুব একটা নতুন নয়, তবে তার কারণ বেশ অদ্ভুত। জানা যায়, ‘প্রিয়দর্শী’ নামটি উচ্চারণ করতে অনেকের অসুবিধা হতো।

ফলে পর্দার জন্য একটু ছোট ও সহজ নাম রাখার কথা ভাবেন তিনি। সেই ভাবনা থেকেই জন্ম নেয় ‘দ্রোণ’ নামটি। শুধুমাত্র অভিনয় জগতের জন্যই এই নাম ব্যবহার করেন তিনি। তার অফিসিয়াল সমস্ত নথিপত্র, পরিচয়পত্রে আজও তার আসল নাম অর্থাৎ প্রিয়দর্শী মুখোপাধ্যায়ই রয়ে গেছে। দ্রোণ মুখোপাধ্যায় এখন বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ।

তার অভিনয় দক্ষতা ও চরিত্র নির্বাচনের কারণে তিনি দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন। নাম বদলালেও দর্শকদের ভালোবাসা তার প্রতি একই রয়ে গেছে। তার ভবিষ্যৎ অভিনয় যাত্রা আরও কতটা এগোবে, সেটাই এখন দেখার। আপনাদের গোপাল চরিত্রে দ্রোণকে কেমন লাগছে আর ভবিষ্যতে কোন চরিত্রে দেখতে চান জানতে ভুলবেন না?

Piya Chanda